‘ধস্তাধস্তিতে খোঁয়া গেল সোনার আংটি!’ অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের বীরভূমে

Published:

Arijit Singh
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: রীতিমত হাত মচকে চ্যাংদোলা করে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল এক শিল্পীকে! এমনকি ধস্তাধস্তির জেরে তাঁর সোনার আংটিও খোয়া গিয়েছে বলে দাবি শিল্পীর! সম্প্রতি বীরভূমের শান্তিনিকেতনে শুটিং চলাকালীন স্থানীয় এক বাসিন্দাকে হেনস্থার অভিযোগ উঠল সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে। লিখিত অভিযোগ দায়ের হল শান্তিনিকেতন থানায়। অভিযোগ করেছেন বোলপুরের সুভাষপল্লির বাসিন্দা ও সঙ্গীতের যন্ত্রাংশ নির্মাতা কমলাকান্ত লাহা।

ঘটনাটি কী?

দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, পুলিশের তরফে জানা গিয়েছে, গত ১৩ আগস্ট অর্থাৎ বুধবার, শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় শুটিং চলছিল অরিজিৎ সিং-এর। বিগত কয়েক মাস ধরেই চলছে সেই শুটিং, এদিনও পুলিশের অনুমতিতে সেই শুটিংয়ের প্রস্তুতি চলছিল, এমন সময় কোপাইয়ের দিকে কর্মস্থলে যাচ্ছিলেন বোলপুরের সুভাষপল্লির বাসিন্দা ও সঙ্গীতের যন্ত্রাংশ নির্মাতা কমলাকান্ত লাহা। কিন্তু তাঁকে যাত্রাপথে আটকে দেওয়া হয়, অভিযোগ ওঠে শুটিংয়ের জন্য অরিজিৎ সিং-এর নিরাপত্তারক্ষীরা নাকি কমলাকান্ত বাবুকে প্রথমে ৫ মিনিট অপেক্ষা করতে বলেন। কিন্তু নির্ধারিত সময় পেরোলেও পথ না ছাড়ায় অনুরোধ করলে তাঁকে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে বলা হয়। আর তাতেই শুরু হয় কথাকাটি।

শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের

এদিন সুভাষপল্লির বাসিন্দা ও সঙ্গীতের যন্ত্রাংশ নির্মাতা কমলাকান্ত লাহা অভিযোগ করেন যে যাত্রাপথে বাঁধা দেওয়ার জন্য প্রতিবাদ করলে শিল্পী অরিজিৎ সিং এর দেহরক্ষীরা ছুটে এসে তাঁর হাত মচকে চ্যাংদোলা করে রাস্তা থেকে সরিয়ে দেন। এমনকি, দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে তুলতে চেয়েছিলেন। আর সেই সময় ধস্তাধস্তির মধ্যেই হারিয়ে যায় তাঁর হাতের সোনার আংটি। রাগে ক্ষোভে তিনি সোজা গোটা ঘটনার প্রতিবাদ করতে শান্তিনিকেতন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। কমলাকান্তের দাবি, ‘‘আমি নিজেও একজন শিল্পী। অথচ আর এক জন শিল্পীর টিম আমার সঙ্গে এই আচরণ করল। আমি ন্যায়বিচার চাই।’’

আরও পড়ুন: অনলাইন পেমেন্টের নিয়ম বদলে ফেলল SBI, আজ থেকে লাগবে অতিরিক্ত টাকা

অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ

অরিজিৎ সিংয়ের দেহরক্ষীদের এই অশোভন আচরণের ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শুরু হয় জোর চর্চা এবং সমালোচনা। পদ্মশ্রীপ্রাপ্ত অরিজিৎ সিংয়ের শুটিং চলাকালীন এ ধরনের অভিযোগে ক্ষুব্ধ অনেকেই। যেখানে নিজ রাজ্যে কোনো অন্যায় অত্যাচার থাকলে শিল্পী অরিজিৎ সিং রুখে দাঁড়ান সেখানে তাঁর দেহরক্ষীর এই আচরণ সকলকে অবাক করে দিয়েছে। এব্যাপারে অরিজিতের ব্যক্তিগত সহকারী আশিস বিসওয়াল জানিয়েছেন, “আমরা কিছু জানি না। পুলিশও অরিজিৎ সিংহ বা তাঁর দেহরক্ষীকে কিছু জানায়নি।’’ অন্যদিকে বীরভূমের পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘‘অভিযোগের বিষয়টি সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।’’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join