দেওয়ালে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী, অগ্নিকাণ্ড দার্জিলিংয়ের সেই লালকুঠিতে

Published:

darjeeling lalkuthi fire
Follow

সহেলি মিত্র, কলকাতা: ফের উত্তরবঙ্গে ঘটে গেল বড় দুর্ঘটনা। পুড়ে ছাই হল দার্জিলিং -এর এক কুমার ছেত্রীর বাড়ি লালকুঠি (Darjeeling Lalkuthi Fire)। যদিও এই বাড়িটি বিশেষ, কারণ সম্প্রতি এই লালকুঠির দেওয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকে দিয়ে গিয়েছিলেন। তবে এবার সেই বাড়িই পুড়ে ছাই হয়ে গেল শনিবার বলে খবর।

পুড়ে ছাই লালকুঠি

স্থানীয় সূত্রে খবর, শনিবার লালকুঠির বাসিন্দা কুমার ছেত্রীর বাড়িতে আগুন লাগে। এরপর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। মেলেনি কোনও হতাহতের খবরও। যদিও ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গে।

ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছিল উত্তরবঙ্গ

সম্প্রতি ভয়াবহ বন্যা ও ধ্বসের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছিল সমগ্র উত্তরবঙ্গ। সব থেকে বেশি ধ্বংসযজ্ঞ চলেছিল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায়। এদিকে দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে তড়িঘড়ি উত্তরবঙ্গে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ত্রাণ বণ্টন সহ দুর্যোগ পরবর্তী পরিস্থিতি তদারকি করতে বামনাডাঙ্গায় পৌঁছান তিনি।

এরপর সুখিয়াপোখরি, মিরিক পরিদর্শন করেন। গত বুধবার মমতা গিয়েছিলেন দার্জিলিংয়ে লালকুঠিতে। সেখানে প্রশাসনিক বৈঠক করেন। গিয়েছিলেন কুমা ছেত্রীর বাড়িতেও। তাঁর বাড়ি পরিদর্শনে গিয়ে বাড়ির দেওয়ালে এঁকে দেন কাঞ্চনজঙ্ঘার ছবি। যদিও কিভাবে তার বাড়িতে আগুন লাগল সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join