প্রীতি পোদ্দার, কলকাতা: জলের পাইপলাইন মেরামতির কাজে গত বছরের শেষ দিকে টালা ট্যাঙ্ক বন্ধ রাখা হয়েছিল। যার জেরে অনেকেই কয়েকদিন জলের সমস্যায় ভুগেছিল। উত্তর কলকাতার পুরনিগমের বোরো ১ থেকে বোরো ৭ এলাকার সর্বত্র জল বন্ধ ছিল সেই সময়। তবে সম্প্রতি জানা গিয়েছে ফের এই জল সংকট দেখা যাবে খাস কলকাতায়। এই ব্যাপারে ঘোষণা করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।
বৈঠকে কী বললেন ফিরহাদ হাকিম?
সূত্রের খবর, গতকাল অর্থাৎ শুক্রবার, টক টু মেয়র অনুষ্ঠানের শেষে কলকাতা পুরসভায় এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেন যে এবার দুদিন গার্ডেনরিচেরও পানীয় জল সরবরাহ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ জানুয়ারি সকাল ৯টা থেকে জল পরিষেবা বন্ধ থাকবে। পরের দিন ১৯ জানুয়ারি সকাল ৬টা থেকে জল পরিষেবা স্বাভাবিক হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। কারণ হিসেবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে টালার মতো এক্ষেত্রেও মেরামতির কাজের জন্য জল পরিষেবা বন্ধ রাখা হবে। আর তার জেরে জল সংকটের বেশ প্রভাব পড়বে সাধারণ মানুষের মনে।
কোথায় কোথায় বন্ধ থাকবে জল?
এছাড়াও এদিনের বৈঠকে ফিরহাদ হাকিম আরও জানান যে, জল সরবরাহের ক্ষেত্রে মেরামতি এবং রক্ষণাবেক্ষণের জন্য দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল পরিষেবা একদিনের জন্য বন্ধ থাকবে। তাই গার্ডেনরিচের জল প্রকল্প থেকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। তাই এই কারণে দক্ষিণ কলকাতার যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, মহেশতলা, বজবজ–সহ বিস্তীর্ণ অঞ্চলে জল বন্ধ থাকবে। এছাড়াও জল পরিষেবা ব্যাহত হবে কালীঘাট, রানীকুঠি, গলফগ্রিন, গড়ফা, চেতলা, বেহালা, বাঁশদ্রোণী এলাকায়।
অর্থাৎ সব মিলিয়ে আগামী ১৮ ও ১৯ জানুয়ারি গার্ডেনরিচের জল পরিষেবা বন্ধ থাকার জন্য বোরো ৮, ৯, বোরো ১০, ১১ এবং বোরো ১২ আংশিক এবং বোরো ১৩ ,১৪, ১৫ এবং ১৬ নম্বরে জল সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। যার জেরে জলসঙ্কট দেখা যায় শহরের বিস্তীর্ণ এলাকায়।