প্রীতি পোদ্দার, কলকাতা: বাম জমানার পর ২০১১ সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে তখন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে কলকাতাকে তিনি লন্ডন বানাবেন। সেই কথা মাথায় রেখেই একের পর এক উদ্যোগ নিয়েও চলেছেন তিনি। এমনকি রাজ্যবাসীর জন্য একের পর এক নানা প্রকল্পের সূচনা করেছেন। রাজ্যবাসীও বেশ সুবিধা পাচ্ছে এই প্রকল্পগুলির মাধ্যমে। বর্তমানে ১৪ বছরের এই শাসনে গোটা বাংলাজুড়ে প্রভূত উন্নয়ন ঘটিয়েছে শাসক। কিন্তু ঘুরে ফিরে সেই এক কথাযই উঠে আসে কবে কলকাতাকে লন্ডন বানাচ্ছে মুখ্যমন্ত্রী? কলকাতা কি লন্ডন হয়েছে? এবার সেই নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
কোভিড পরিস্থিতিতে কলকাতা পুরসভার ভূমিকা!
গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিম শুরুতেই রাজ্য সরকারের একের পর এক উন্নয়নমূলক উদ্যোগ তুলে ধরেন। রাস্তা, জল ও শহরের পরিকাঠামোর পর উন্নত শহরের অন্যতম মূল ভিত্তি স্বাস্থ্যব্যবস্থায় আগের তুলনায় রাজ্য সরকার কতোটা উন্নত হচ্ছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, ‘কোভিড পরিস্থিতিতে যখন বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রায় অচল হয়ে পড়েছিল, তখন একমাত্র কলকাতা পুরসভা টানা ২৪ ঘণ্টা সাধারণ নাগরিকদের স্বাস্থ্যসেবা প্রদান করেছে।’
কী বললেন কলকাতা পুরসভার মেয়র?
এছাড়াও মেয়র ফিরহাদ হাকিম এদিন বলেন, ‘পশ্চিমবঙ্গই প্রথম প্লাস্টিক রোড নির্মাণ শুরু করে, যা পরে অন্যান্য পুরসভাগুলিও গ্রহণ করেছে।’ কলকাতা পুরসভার একের পর এক সাফল্যের ইতিহাস পরিবেশনের সময় তিনি তুলে ধরেন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা বেআইনি নির্মাণ। বাঘাযতীন-সহ শহরের নানা বাড়ি নিয়ে ভেঙে পড়ে যাওয়া নিয়ে মেয়র দাবি করেন যে, ‘বেআইনি নির্মাণের ক্ষেত্রে পুরসভা কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। বর্তমানে ৫ হাজার নির্মাণ কাজের ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। ৫০০টিরও বেশি FIR দায়ের করা হয়েছে এবং ১৫০টিরও বেশি বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়েছে।’ আর এই আবহেই এবার উঠে এল কলকাতাকে লন্ডন গড়ে তোলার প্রসঙ্গ।
আরও পড়ুনঃ ফের দুয়ারে পশ্চিমী ঝঞ্ঝা, ঘূর্ণাবর্ত! বৃহস্পতিবার থেকে ঝেঁপে বৃষ্টি বাংলার এই জেলাগুলিতে
লন্ডনের থেকেই বেশি উন্নত হবে কলকাতা
এতদিন ধরে বলা হত যে ভবিষ্যতে কলকাতা লন্ডনের চেয়েও আরও উন্নত হবে, কিন্তু এবার সেই দাবিতে খানিক পরিবর্তন আনল মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে কলকাতা লন্ডনের চেয়েও আরও উন্নত হবে। তিনি জানিয়েছেন কলকাতায় খুব শীঘ্রই ২০ হাজার আনঅ্যাসেস প্রপার্টিকে অ্যাসেসমেন্টের আওতায় আনা হচ্ছে। অ্যাডেড এরিয়ার জন্যও একই কর ব্যবস্থা চালু থাকবে, যেখানে এতদিন নাগরিকদের দু’টি কর দিতে হত। তবে এক্ষেত্রে কলকাতার অভ্যন্তরে আলাদা কর আরোপ করা হবে না। এই নতুন কর ব্যবস্থার প্রস্তাব ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।’ তবে নির্দিষ্ট ভাবে এখনও কিছু জানানো হয়নি। আর তাতেই কটাক্ষ উঠছে নানা রাজনৈতিক দলের তরফ থেকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |