Indiahood-nabobarsho

আকাশ পথেই মালদা টু কলকাতা, শীঘ্র পরিষেবা শুরু করতে বরাদ্দ হল ১৩ কোটি

Published on:

malda airport

শ্বেতা মিত্র, কলকাতা: মালদা বিমানবন্দর (Malda Airport) নিয়ে সাধারণ মানুষের অপেক্ষার শেষই হতে চাইছে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রানওয়ে তৈরি করার পরেও মালদহ বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু হয়নি। কবে চালু হবে পরিষেবা? সেটা দেখার জন্য মালদহের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ছোট বিমান পরিষেবার আশ্বাস দেওয়া হয়েছিল। এরই মধ্যে এই বিমানবন্দর থেকেই হেলিকপ্টার পরিষেবা শুরু হয়। তবে সেটাও বন্ধ হয়ে যায়। বর্তমানে বিমানবন্দর এলাকাটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তবে এবার এই বিমানবন্দরের কাজ নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মালদা বিমানবন্দর নিয়ে বড় আপডেট | Big Update Regarding Malda Airport

ইতিমধ্যেই সাধারণ মানুষের সুবিধার্থে ট্রেন, বাস চালানোর পাশাপাশি কলকাতা-কোচবিহার-কলকাতা অবধি ছোট বিমান চালানো হচ্ছে। এদিকে বিমানবন্দর থাকলেও তা অপরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মাঝেমধ্যে সরকারের পক্ষ থেকে এই বিমানবন্দর খোলার উদ্যোগ নেওয়া হয়। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)-র কর্মকর্তারা বেশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু তারপরও কোনো এক অজ্ঞাত কারণে বিমানবন্দর চালু করার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তবে চিন্তা নেই, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই মালদা টু কলকাতা বিমান পরিষেবা শুরু হতে চলেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

অবশেষে শুরু হবে পরিষেবা?

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিমান পরিষেবা ছাড়া এতে সবই হচ্ছে। কেউ তাতে পিকনিক করছে, কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, কেউ আবার ঠেলা গাড়ি নিয়ে গিয়ে ফুচকা বিক্রি করছে। এমনকি বেআইনি মদের আসর অবধি বসেছে। কিন্তু এবার সেসব অতীত হতে চলেছে। কারণ পরিষেবা শুরু হতে চলেছে বলে প্রশাসন সূত্রে খবর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার থেকে DA, এবার কতটা? বাজেটে বড় ঘোষণার পথে পশ্চিমবঙ্গ সরকার

অনেকেই হয়তো জানেন না যে ষাটের দশক থেকে ১৯৮৬ সাল পর্যন্ত এখানে চালু ছিল বিমান পরিষেবা। তবে তা বন্ধ হয়ে যায় কোনো কারণে। তবে আর চিন্তা নেই, কারণ আগামী মাস থেকেই শুরু হতে পারে বিমান পরিষেবা। মালদা থেকে সরাসরি কলকাতা পর্যন্ত চলবে বিমান। প্রথম দিকে ১৯টি আসনের বিমান দিয়ে পরিষেবা শুরু করতে চায় প্রশাসন। আর তার জন্য ইতিমধ্যেই ১৩ কোটি টাকা বরাদ্দও হয়ে গিয়েছে। যাইহোক, এই বিমান পরিষেবা শুরু হয়ে গেলে উত্তরবঙ্গ ভ্রমণ করা আরও সহজ হবে বলে অনুমান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group