প্রীতি পোদ্দার, কলকাতা: বহু অপেক্ষার অবসান ঘটল। অন্ডাল কাজি নজরুল ইসলাম বিমানবন্দরের পরিষেবায় জুড়তে চলেছে নতুন পালক। দুর্গাপুরের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে এবার চোখের পলকেই পৌঁছে যাওয়া যাবে বারাণসী (Durgapur Varanasi Flight)। অবশেষে বিমানের সময়সূচি প্রকাশ্যে আনল বিমান সংস্থা। এবার ভ্রমণপিয়াসী মানুষের পাশাপাশি ভক্তরা অতি সহজেই পৌঁছে যাবেন ভারতের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বারাণসীতে।
দুর্গাপুর-বারাণসী বিমান পরিষেবা
কয়েকমাস আগেই একটি গুরুত্বপূর্ণ কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছিল দুর্গাপুরের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি ওই মিটিংয়ে সভাপতিত্ব করেন। এছাড়াও ছিলেন জেলাশাসক পোন্নমবলম এস ও এয়ারপোর্টের ডিরেক্টর কৈলাশ মণ্ডল। সেই বৈঠকে ঠিক করা হয়েছিল যে চলতি মাস অর্থাৎ অক্টোবর থেকেই কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বারাণসী বিমান পরিষেবা চালু করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে এবার খুব সহজেই ভ্রমণপ্রেমী তথা ভক্তরা অতি সহজেই পৌঁছে যাবেন বারাণসীতে।
কবে থেকে শুরু হবে এই পরিষেবা?
প্রথমদিকে দুর্গাপুরের কোঅর্ডিনেশন মিটিং চলাকালীন বিমান পরিষেবা নিয়ে কোনও নির্দিষ্ট দিন ঠিক করা হয়নি। শুধু জানা গিয়েছিল যে অক্টোবর মাসে ওই রুটের উড়ান পরিষেবা চালু হতে চলেছে। অবশেষে সেই দিনও নির্ধারণ করা হয়ে গেল। জানা গিয়েছে চলতি মাসের ২৮ তারিখ ওই রুটের পরিষেবা চালু হয়ে যাবে। ইণ্ডিগো সংস্থার বিমান ওই রুটের আকাশপথে সপ্তাহে তিনদিন যাতায়াত করবে বিমান।
দুর্গাপুর-বারাণসী বিমানের সূচি
মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার দুর্গাপুর থেকে বেলা ১ টা ৪৫ মিনিট নাগাদ ওই বিমান বারাণসীর উদ্দেশ্যে রওনা দেবে। বারাণসী পৌঁছে সেখান থেকে আবার ৩ টে ২৫ মিনিটে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে।
আরও পড়ুন: ঘণ্টায় ৪৮ হাজার মানুষের আগমন! শ্রীভূমির ভিড়কে ছাপিয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়ার
ইণ্ডিগো সংস্থার বিমান সংস্থার ডিরেক্টর কৈলাশ মণ্ডল দুর্গাপুর থেকে বারাণসী যাওয়ার ট্রিপ নিয়ে জানান যে, “ আকাশপথে হিন্দু ও বৌদ্ধ সহ জৈন ধর্ম অনুসারীদের পবিত্র স্থানে সহজেই পৌঁছে যাবেন আপনারা। পাপ মোচন এবং মোক্ষ লাভের আশায় বহু তীর্থযাত্রী সারা বছর ওই শহরে ভিড় করেন। তাঁদের জন্যই এবার নেওয়া হল এই উদ্যোগ।” অন্যদিকে অন্ডাল বিমানবন্দর থেকে ইতিমধ্যে দিল্লি, চেন্নাই, মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ,ভুবনেশ্বর, বাগডোগড়া ও গুয়াহাটির উড়ান চালু হয়ে গিয়েছে।