প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে রাজ্যে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে নিয়মিতভাবে বৃষ্টি হয়েই চলেছে, যা স্পষ্টভাবে বর্ষার সক্রিয়তারই ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দিনে আরও দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা রয়েছে রাজ্যে। আর তাতেই ফের বন্যার সম্ভাবনা তৈরী হয়েছে রাজ্য জুড়ে। সতর্কবার্তা দিল প্রশাসন।
পশ্চিমের জেলাগুলিতে বেড়েছে বৃষ্টির পরিমাণ
প্রশাসনের তরফে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে লাগাতার এই বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া জেলার কিছু অংশে। ঝাড়খন্ডে নিম্নচাপ সরে যাওয়ায় এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির মাত্রা ছাড়িয়েছে ১০০ মিলিমিটার। আশঙ্কা করা হচ্ছে এই বৃষ্টির পরিমাণ আরো বাড়বে, যার দরুন এলাকায় বন্যা হওয়ার সর্তকতাও বেশ বাড়ছে।
প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা
সোমবার থেকে টানা বৃষ্টিপাতের ফলে জলস্তর বেড়েছে বিভিন্ন নদীতে। যে সকল নদীতে সবচেয়ে বেশি বন্যার আশঙ্কা রয়েছে, সেগুলি হল দক্ষিণবঙ্গের কংসাবতী, দারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, সুবর্ণরেখা-সহ একাধিক নদী। এই বৃষ্টির ফলে কোনো কোনো এলাকায় ঢুকছে জল। সমস্যায় পড়েছে সাধারণ মানুষেরা।
এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির ফলে চিন্তায় পড়েছে প্রশাসন। এমতাবস্থায় প্রশাসনের এক শীর্ষ আধিকারিকের তরফে জানানো হয়েছে, “নবান্ন থেকে সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক থাকতে হবে। কোথাও নদী উপচে জল ঢুকলে যেন সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য আগেভাগেই প্রস্তুতি রাখতে বলা হয়েছে।”
আরও পড়ুন: ফের নিজেকে নির্দোষ দাবি! মুক্তি চেয়ে হাইকোর্টে মামলা সঞ্জয়ের
জলমগ্ন অবস্থা বাঁকুড়ায়
এছাড়াও সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে একাধিক পদক্ষেপ বা ব্যবস্থা আগেভাগে রেখে দিতে হবে বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যেই বাঁকুড়ায় জলমগ্ন হয়ে পড়েছে দারকেশ্বর নদের উপর মীনাপুর সেতু। ফলে এইমুহুর্তে সেতু দিয়ে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। কংসাবতী জলাধারেও বেশ বাড়ছে জলের চাপ। মুকুটমনিপুরেও জল আসছে বিপুল হারে।
সবচেয়ে বেশি সমস্যায় ভুগছে বাঁশি, আড়ালবাঁশির মতো গ্রামের বাসিন্দাদের। বিকল্প রাস্তা না থাকায় কার্যত ঘরবন্দি বহু মানুষ। তার উপর DVC- র জল ছাড়া নিয়েও উঠছে একাধিক ভয়। গতকালই ৪৬ কিউসেক জল ছেড়েছে, আর এই আবহে আবারও জল ছাড়লে ভয়ঙ্কর দুর্যোগ পরিণতি হবে রাজ্যে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |