আগামী তিন মাসের খাদ্যদ্রব্য জেলায় জেলায় মজুদ রাখার নির্দেশ! বিরাট সিদ্ধান্ত নবান্নের

Published on:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে বাজছে যুদ্ধের দামামা। আর তার আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গের (West Bengal) উপরেও। কেন্দ্রের নির্দেশে এবার কড়া সতর্কবার্তা জারি করল রাজ্য প্রশাসন। বর্তমান পত্রিকার রিপোর্ট অনুযায়ী, সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলা রুখতে আগামী তিন মাসের জন্য রেশন সামগ্রী প্রতি জেলার গুদামে আগে থেকেই মজুদ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রাজ্য সরকারের একটি উচ্চপর্যয়ের বৈঠক মারফত জানা গিয়েছে, জুন, জুলাই এবং আগস্ট, এই তিন মাসের খাদ্যশস্য যা রেশন ব্যবস্থার মাধ্যমে বিতরণ করা হয়, তা আগেভাগেই জেলার গুদামগুলিতে পাঠিয়ে দেওয়া হবে। শনিবার রাত সাড়ে 10 টা নাগাদ দেশের সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকও সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। এমনকি সেই বৈঠকে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

সূত্রের খবর, কেন্দ্রীয় নির্দেশ মেনে রবিবার সকালে জরুরী বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ডিজি, স্বাস্থ্য সচিব, খাদ্য এবং রেশন দপ্তরের আধিকারিকরা, ডিলাররা এবং প্রতিটি জেলার পুলিশ সুপার। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জেলায় জেলায় বাড়ানো হচ্ছে নজরদারি

যুদ্ধ পরিস্থিতিতে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলি এবং ঘন জঙ্গল ঘেরা অঞ্চলগুলিতে সতর্কতা বাড়ানো হয়েছে। উত্তরবঙ্গ এবং সুন্দরবনের মতো এলাকাগুলিতে নিরাপত্তার ব্যবস্থা এবার আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় থানাগুলিকে বলা হয়েছে নজরদারি চালিয়ে যেতে এবং সন্দেহজনক কিছু দেখলেই রিপোর্ট পাঠাতে। 

সিভিল ডিফেন্সের কর্মীদের জন্য ট্রেনিং

এদিকে এমার্জেন্সির পরিবর্তে দ্রুত কাজ করার জন্য সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। হ্যাঁ, এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় নতুন করে একটি করে রিফ্রেশার ট্রেনিং সেশান নেওয়ার নির্দেশ জারি করেছে নবান্ন।

আরও পড়ুনঃ মে মাসের দ্বিতীয় সপ্তাহে লটারিতে লক্ষ্মীলাভ এই ৬ রাশির! হাতছাড়া করবেন না সুযোগ

নবান্নের তরফ থেকে স্পষ্ট জানা গিয়েছে, সাধারণ মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই প্রস্তুতি। আর যুদ্ধ পরিস্থিতির আঁচ যাতে সাধারণ মানুষ না পায় এবং রাজ্যের জনজীবনের উপরে যাতে কোনও প্রভাব না পড়ে, সেদিকে কড়া নজর রাখছে সরকার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group