জয়েন্ট এন্ট্রাসে ওবিসি প্যানেল নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের! বেঁধে দেওয়া হল সময়সীমা

Published:

Joint Entrance Exam
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে সুরাহা! ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স মেডিক্যাল-স্নাতকোত্তর (Joint Entrance Exam) পরীক্ষায় OBC সংক্রান্ত জটলা কাটল আদালতে। এবার নতুন করে ওবিসি প্যানেল তৈরি করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয়, প্যানেল গঠনের সময়সীমা বেঁধে দিয়ে যোগ্য প্রার্থীদের কাউন্সেলিং একমাসের মধ্যে সম্পন্ন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। কিছুটা স্বস্তি ফিরে পেল মামলকারীরা।

ঘটনাটি কী?

গতবছর অর্থাৎ ২০২৪ সালে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের একাংশ কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য নির্বাচিত হয়েছিল। কিন্তু নির্বাচিত হলেও কাউন্সেলিংয়ে ডাক পাননি বলে অভিযোগ করেন তাঁরা। যা নিয়ে শেষ পর্যন্ত মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারী আদ্রিকা মিত্র, মামণি সাউ সহ সফল প্রার্থীদের তরফে আইনজীবী রঘুনাথ চক্রবর্তী ও সৈকত ঠাকুরতাদের দাবি, “২০২৪ সালে পরীক্ষা হওয়ার পরে উত্তীর্ণরা কাউন্সেলিং প্রক্রিয়ার জন্যও নির্বাচিত হয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা কেউই কাউন্সেলিংয়ের জন্য ডাক পাননি।”

আদালতে হাজিরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ডিরেক্টরের!

মামলাকারীদের আরও দাবি, “কাউন্সিলিং প্রক্রিয়ার সম্পন্ন না হওয়ার কারণে উত্তীর্ণরা কোনও মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারছেন না। এদিকে ২০২৫ সালে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।” শেষে গতকাল, বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে ওঠে এই মামলা। মামলাকারীদের অভিযোগ শোনার পর দু’ঘণ্টার মধ্যে রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ডিরেক্টরকে এজলাসে হাজিরার নির্দেশ দেয় বিচারপতি। এরপর ওই আধিকারিকেরা আদালতে হাজিরা দিয়ে জানান, “ যেহেতু ২০১০ সালের পর থেকে সব ওবিসি শংসাপত্র বাতিল হয়ে গিয়েছে তাই কাউন্সেলিং করা যায়নি।”

OBC-র নতুন প্যানেল গঠনের নির্দেশ

এদিকে রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের কথা শুনে বিচারপতি কৌশিক চন্দ জানান, “২০১০ সালের আগের ওবিসি শংসাপত্র নিয়ে কোনও সমস্যা নেই।” জানা গিয়েছে সেখানে ৬৬টি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত ছিল। এবার তাঁদেরকে নিয়েই নতুন প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এছাড়াও আদালত নির্দেশ দিয়েছে যে পুরনো প্যানেল বাতিল করে ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্র থাকা পরীক্ষার্থীদের নতুন প্যানেলে যুক্ত করতে হবে। সেক্ষেত্রে ৭ শতাংশ আসন ওবিসি পরীক্ষার্থীদের জন্য সংরক্ষিত করতে হবে। আগামী ৪০ দিনের মধ্যে এই গোটা প্রক্রিয়া শেষ কোর্টে হবে।

আরও পড়ুন: শিয়ালদহ, হাওড়া স্টেশনের ছবি বা ভিডিও করলে হতে পারে জেল! বিরাট নিয়ম রেলের

এক মাসের মধ্যে কাউন্সেলিংয়ের নির্দেশ

আদালত আরও জানিয়েছে যে, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে সকল ওবিসি (এ) এবং ওবিসি (বি) পরীক্ষার্থীর থেকে শংসাপত্রের প্রতিলিপি চেয়ে ওয়েবসাইটে জলদি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এবং পোর্টালে পরীক্ষার্থীদের নিজেদের ওবিসি শংসাপত্রের প্রতিলিপি আপলোড করতে বলতে হবে। নতুন করে প্যানেল তৈরির পরে অবিলম্বে রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকা পাঠিয়ে দিতে হবে। মেধাতালিকা পাওয়ার এক মাসের মধ্যে কাউন্সেলিং শেষ করতে হবে বিশ্ববিদ্যালয়কে।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join