শ্বেতা মিত্র, তপসিয়াঃ কলকাতা শহরবাসীর জন্য রইল দারুণ সুখবর। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ফের একটি ব্রিজ পেতে চলেছেন শহরবাসী। আর এর জন্য খরচ হবে কয়েক কোটি টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে জানা যাচ্ছে, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (Kolkata Metropolitan Development Authority) সোমবার জিজে খান রোড এবং পূর্ব তোপসিয়ার মধ্যে শহরতলির হেড কাট ক্যানালের উপর একটি সেতু স্থাপনের জন্য ১৯.৫ কোটি টাকা তহবিল পেয়েছে।
বিরাট উদ্যোগ রাজ্যের
মূলত যানজট কমাতে শহরে একের পর এক সেতু নির্মাণ হয়েই চলেছে শহরে। যার সবথেকে বড় উদাহরণ হল মা উড়ালপুল। তবে আর চিন্তা নেই, এবার আরও একটি ব্রিজ তৈরী করতে চলেছে KMDA। যানজট কমাতে ইএম বাইপাসের গড়িয়া ঢালাই সেতু চওড়া করার পরিকল্পনাও রাজ্য সরকারের কাছে রেখেছে কেএমডিএ। শহরতলির হেড কাট খালের উপর দ্বিতীয় সমান্তরাল চলমান সেতুর জন্য অনুমোদিত ১৯.৫ কোটি টাকার তহবিল আগামী তিন আর্থিক বছরে পর্যায়ক্রমে শেষ হবে বলে খবর।
এমনিতে যে ঢালাই ব্রিজটি আছে সেটি গড়িয়াবাসীর কাছে কোনো উপহারের চেয়ে কম না। এই ঢালাই ব্রিজ উত্তরে বৈষ্ণবঘাটা পাটুলি, পূর্বে নিউ গড়িয়া এবং গড়িয়া রেলস্টেশন, পশ্চিমে গড়িয়া বাজার এবং দক্ষিণে কমলগাজী দ্বারা বেষ্টিত। তবে এখান থেকে তপসিয়াকে জুড়তে বড় একটি ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী বলছে KMDA?
গড়িয়া ঢালাই ব্রিজ চওড়া করার জন্য, কলকাতা ট্র্যাফিক পুলিশ কেএমডিএ-কে সেতুর চারপাশের পেরিফেরিয়াল অঞ্চলটি সম্প্রসারণের জন্য একাধিক অনুরোধ করেছিল। এর কারণ এটি বাইপাস এবং দক্ষিণ বাইপাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ। বর্তমানে গড়িয়া ধলাই সেতু দুই প্লাস দুই লেনের। কেএমডিএ-র এক আধিকারিক জানিয়েছেন, এটিকে ছয় লেনের করিডর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।