কলকাতা টু দিল্লি আরও কম সময়ে, আসানসোলে কয়েকশ কোটি ব্যয়ে বাইপাস লাইন গড়ছে পূর্ব রেল

Published on:

asansol sitarampur junction

শ্বেতা মিত্র, আসানসোলঃ Exclusive: যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেল যেন আরও আপগ্রেড হয়ে উঠছে। উন্নত ট্রেন থেকে শুরু করে হাইটেক পরিষেবা, একের পর এক রেল স্টেশনের মেকওভার, সব মিলিয়ে ভারতীয় রেলের চেহারাই যেন দিন দিন বদলে যাচ্ছে। এবারও সেটার ব্যতিক্রম ঘটবে না। তবে এবার রেলের তরফে এমন এক উদ্যোগ নেওয়া হয়েছে যারপর কপাল খুলে যাবে বাংলার এক গুরুত্বপূর্ণ রেল স্টেশনের। আসলে আজ কথা হচ্ছে সীতারামপুর জংশন নিয়ে। জানা যাচ্ছে, কয়েক শো কোটি টাকা খরচে এই রেল স্টেশন পেতে চলেছে এক দুর্দান্ত বাইপাস লেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। ঠিক কী কাজ হবে তা বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বদলে যাবে বাংলার এই স্টেশন

পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগে অবস্থিত, সীতারামপুর জংশন দিনদয়াল উপাধ্যায়-পাটনা রুটের পাশাপাশি গয়া হয়ে হাওড়া-দিল্লি প্রধান রুট সহ প্রধান রুটগুলিকে সংযুক্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে হাব হিসাবে কাজ করে। স্টেশনটির কৌশলগত অবস্থান এবং সংযোগ প্রতিদিনের যাত্রী এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণকারীদের একইভাবে সরবরাহ করার ক্ষেত্রে এর গুরুত্বকে জোর দেয়। বর্তমানে এই রেল স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার রেল যাত্রী যাতায়াত করেন। বিগত কয়েক মাস আগেই এই রেল স্টেশনকে অমৃত ভারত স্কিমের আওতায় নতুন রুপ দেওয়া হয়েছে। তবে এবার আরও বড় কাজ হতে চলেছে এই রেল স্টেশনে।

জানা গিয়েছে, কমপক্ষে ৫০০ কোটি টাকা খরচে বাইপাস লেন তৈরি করা হবে। এতে করে ট্রেন লেটের মতো সমস্যার আর সম্মুখীন হতে হবে না সাধারণ মানুষকে। সেইসঙ্গে স্টেশনটির আধুনিকীকরণ প্রকল্পটি যাত্রীদের জন্য নতুন, উন্নত সুবিধা নিয়ে আসবে এবং স্টেশনটির সামগ্রিক কার্যকারিতা এবং নান্দনিকতা বাড়িয়ে তুলবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সীতারামপুর স্টেশনে তৈরি হবে বাইপাস

ইতিমধ্যে রেল আধিকারিকরা এই রেল স্টেশন পরিদর্শন করে গিয়েছেন। বুধবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বা ডিআরএম চেতনানন্দ সিং সীতারামপুর রেল স্টেশনে প্রস্তাবিত বাইপাস লাইনের কাজ পরিদর্শন করেন। আগামী দিনে যাতে এই রেল স্টেশনে কোনওরকম ট্রেন লেট না হয় তা নিশ্চিত করতে বাইপাস লেন তৈরি করা হবে। যা করতে খরচ হবে ৫০০ কোটি টাকা।

রেল সূত্রে খবর, বাইপাস লাইন ৫.৩২৫ কিলোমিটার দীর্ঘ হবে। যা ক্রস-মুভমেন্ট সমস্যা কমাতে এবং ট্রেন পরিচালনাকে স্ট্রীমলাইন বা ঠিক করার জন্য ডিজাইন করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group