শিশুর সামনে ফাটানো হয় বোমা! প্রতিবাদ করায় টালিগঞ্জে বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি

Published:

Tollygunge
Follow

প্রীতি পোদ্দার, টালিগঞ্জ: শুধু সোনারপুর নয় এবার শব্দবাজি ফাটানো নিয়ে প্রতিবাদ করতেই চরম সমস্যায় পড়তে হল টালিগঞ্জের (Tollygunge) একটি পরিবারকে। কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে বাজি ফাটানোকে নিয়ে প্রতিবাদ করাতেই বেধড়ক মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল এক দম্পতিকে। আর এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল টালিগঞ্জে। ৪ বছরের শিশুর সামনে চকোলেট বোমা ফাটানোর প্রতিবাদ করতেই বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠল।

ঘটনাটি কী?

রিপোর্ট অনুযায়ী, ১০৫ডি, টালিগঞ্জ রোডে কালীপুজোর নিরঞ্জনের শোভাযাত্রা বেরিয়েছিল পাড়া থেকে। সেই শোভাযাত্রা দেখার জন্য চার বছরের ভাগ্নেকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন তার মামা। সেই সময়ই পাড়ার কয়েকজন যুবক জোরে জোরে বাজি ফাটাচ্ছিলেন। আর তাতেই ভয় পেয়ে যায় শিশুটি। সেই সময় বাচ্চাটির মামা ওই যুবকদের বলে যাতে একটু দূরে গিয়ে বাজি ফাটান তাঁরা কারণ, শিশুটির হার্টে সমস্যা রয়েছে। আর সেখান থেকেই সমস্যা শুরু হয়। অভিযুক্তেরা রীতিমত শিশুটির মামাকে হুমকি দিতে শুরু করে এবং বলে এই এলাকা থেকে চলে যেতে। কিন্তু শিশুটির মামা রাজি না হওয়ায় সেখানেই মারধর করে তাঁরা বলে অভিযোগ।

বাড়ির ভেতরে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি

শোভাযাত্রাকে ঘিরে যখন অভিযুক্তদের সঙ্গে ঝামেলা চলছিল সেই সময় বাচ্চাটির বাড়ির ভিতর ঢুকে পড়ে বাকি কয়েকজন অভিযুক্তরা। অভিযোগ, দরজার খিল ভেঙে ঘরের ভিতর ঢোকে।সেই সময় নাকি ঘরের ভিতর ছিলেন শিশুটির মা, আর তার ঠাকুমা ও আরও এক মহিলা। অভিযুক্তেরা মহিলাদের পরনে থাকা নাইটি ছিঁড়ে দেয়। এরপর ঘুষি মারতে থাকে মহিলাদের এবং শ্লীলতাহানিও করে। সরাসরি শিশুটির মামাকে রাস্তায় বেরলেই খুন করবে বলে হুমকি দেয়। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সকলে। সঙ্গে সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে টালিগঞ্জ থানায় অভিযোগ জানান পরিবার। শেষ আপডেট অনুযায়ী এখনো পর্যন্ত এই ঘটনার কারণে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: মাছ ধরতে যাওয়াই হল কাল, নলহাটিতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের চেষ্টা!

টালিগঞ্জে এই ঘটনার প্রসঙ্গে শিশুটির মামা জানিয়েছেন যে, “আমি ওদের বলেছিলাম ভাগ্নের হার্টের সমস্যা রয়েছে, দূরে গিয়ে যেন বাজি ফাটায়, কিন্তু ওরা বলছে এলাকা থেকে চলে যা। আমি প্রতিবাদ করতেই বাড়ির ভিতর ঢুকে আসে। আর তারপর মারধর করে। আমি বাঁচাতে চেষ্টা করি। কিন্তু পারিনি।” নির্যাতিত শিশুটির মা বলেন, “এইভাবে বাড়ির ভিতরে ঢুকে মারে? কোন রাজ্যে বাস করছি আমরা। জোরে জোরে বাজি ফাটাচ্ছে কিছু বলা যাবে না? তার জন্য মার খেতে হবে?”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join