অবশেষে জুড়ছে মসাগ্রাম রেললাইন, এবার এক ট্রেনেই হাওড়া থেকে বাঁকুড়া, দিনক্ষণ ঘোষণা রেলের

Published:

howrah bankura masagram train
Follow

শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে লক্ষ লক্ষ মানুষের অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে মনে হচ্ছে। সেইদিন হয়তো আর বেশি দূরে নয় যখন একটা ট্রেনেই মানুষ হাওড়া থেকে বাঁকুড়া এবং। বাঁকুড়া থেকে হাওড়া পৌঁছে যেতে সক্ষম হবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। বর্তমানে মূলত বাঁকুড়া-মসাগ্রাম-হাওড়া রেল সংযোগ ইস্যুতে একটা বড় আপডেট সামনে এসেছে।

এবার এক ট্রেনেই বাঁকুড়া থেকে হাওড়া

দীর্ঘদিন পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া থেকে হাওড়া রেল স্টেশনে আসার মতো সরাসরি কোনও ট্রেন না থাকায় ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। বারবারই ব্রেক জার্নি করে আসতে হয়েছে সকলকে। তবে এবার সেই সকল অপেক্ষার অবসান ঘটবে। জানা গিয়েছে, বাঁকুড়া-মশাগ্রাম রেললাইনকে বর্তমানে বর্ধমানের কর্ডলাইনের সঙ্গে সংযুক্ত করার কাজ প্রায় শেষের পথে। সাধারণ মানুষও এহেন কথা শুনে বেজায় খুশি সাধারণ মানুষজন। শুধু তাই নয়, আগামী ১৪ই নভেম্বর ও ১৭ ই নভেম্বর বাঁকুড়া মসাগ্রাম রেল লাইনের সাথে হাওড়া কর্ড লাইন যুক্ত হবে। তাই ওই রুটের অনেক ট্রেন বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রেলের তরফে

বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

এদিকে এই রেললাইন যুক্ত হওয়ার জেরে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন ট্রেন বাতিল থাকবে? ১) আগামী ১৪ থেকে ১৫ নভেম্বর অবধি ট্রেন নম্বর ১২৩৩৭ আপ হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস বাতিল থাকবে।

২) ট্রেন নম্বর ১৩০২৭ আপ হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস আগামী ১৩ থেকে ১৬ নভেম্বর অবধি বাতিল থাকবে।

৩) ট্রেন নম্বর ১২৩৪৭ আপ হাওড়া রামপুরহাট এক্সপ্রেস আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর অবধি বাতিল থাকবে।

৪) ট্রেন নম্বর ১৩১৮৭ আপ শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর অবধি বাতিল থাকবে।

৫) ট্রেন নম্বর ২২৩২১ আপ হাওড়া- সিউড়ি হুল এক্সপ্রেস   ১৪ থেকে ১৭ নভেম্বর অবধি বাতিল থাকবে।

৬) ট্রেন নম্বর ১২৩৮৩ আপ শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস আগামী ১৪-১৭ নভেম্বর অবধি বাতিল থাকবে।

৭) ট্রেন নম্বর ১৩১৭৯ শিয়ালদা-সিউড়ি মেমু এক্সপ্রেস বাতিল থাকবে ১৪ থেকে ১৭ নভেম্বর অবধি।

৮) ট্রেন নম্বর ১৩০১৭ আপ হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস ১৬ ও ১৭ নভেম্বর অবধি বাতিল থাকবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join