প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর অক্ষয় তৃতীয় দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুভ উদ্বোধন সম্পন্ন হল দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple)। এদিকে উদ্বোধনের পর পরই মন্দিরে ভক্তের সমাগম অনেকটাই বেড়েছে। শুধু বাংলা নয়, বিভিন্ন দেশের ভক্তদের মধ্যেও সমান আগ্রহ বাড়ছে মন্দির দর্শনের। আর এই আবহে রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং অন্যান্য ইউরোপীয় দেশ থেকে দিঘার মন্দির দর্শনে হাজির হল অনেকে।
বিদেশি ভক্তদের ঢল মন্দিরে
সাধারণ পুরীর জগন্নাথ মন্দিরে বিদেশিদের প্রবেশ নিষেধ, তাই ইচ্ছে থাকলেও উপায় নেই। কিন্তু তাতে কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্মিত মন্দিরে সকলের অবাধ প্রবেশ। অর্থাৎ দিঘার মন্দিরে বিদেশি ভক্তরা যে প্রবেশ করতে পারবে না তেমন কোনও নিয়ম নেই। তাইতো ভগবান দর্শনের খুশিতে গতকাল অর্থাৎ শনিবার রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং অন্যান্য ইউরোপীয় দেশ থেকে প্রায় ২০ জনের দল এসেছে। রয়েছেন শিশুরাও। জগন্নাথদেবকে এতটা সামনে থেকে দেখে অভিভূত বিদেশি ভক্তরা।
মন্দির দর্শনে আপ্লুত বিদেশী ভক্তরা
এদিন দু’হাত তুলে জগন্নাথদেবের নামে জয়ধ্বনি দিতে দিতে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন বিদেশি ভক্তরা। সেখানে খোল করতাল নিয়ে মেতে উঠেছিলেন হরি নামে। ভগবান দর্শনের আনন্দ যেন প্রতি মুহূর্তে ফিতে উঠছিল তাঁদের চোখে মুখে। ইসকনের প্রতিনিধি রাধারমণ দাস দায়িত্ব নিয়ে তাঁদের মন্দির ঘুরিয়ে দেখান। এক কথায় দ্বিভাষীর কাজ করেছেন তিনি। এই প্রসঙ্গে ইউক্রেন থেকে আসা এক ভক্ত মি. ভাদিম ক্রিস্তভ বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে স্বর্গীয় মুহূর্ত। আমি কখনও ভাবিনি, আমি এমন একটি মন্দিরে এসে জগন্নাথদেবের দর্শন পাব। একেবারে পুরীর মতো অনুভব।”
কী বলছেন ইসকনের প্রতিনিধি রাধারমণ দাস?
এদিকে ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ডের নাতি আলফ্রেড ফোর্ড ও দিঘার জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দর্শনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি কবে দিঘা আসবেন, তার দিনক্ষণ এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। এদিন রাধারমণ দাস বলেন, “বিদেশি ভক্তরা নিজের দেশে দীর্ঘদিন ধরে রথযাত্রা ও জগন্নাথদেবের পুজো করলেও কোনও দিন পুরীর মন্দিরে ঢুকতে পারেননি। তাই পুরীর আদলে তৈরি দিঘার জগন্নাথ মন্দিরে সকলের অবাধ প্রবেশ জানতে পেরে দর্শন করতে চাইছেন।’ তাই এক্ষেত্রে আশা করা যাচ্ছে আগামিদিনে স্থানীয় ভক্তদের পাশাপাশি বিদেশি ভক্তদের সংখ্যা অনেক বাড়বে।
আরও পড়ুন: ‘দাবি না মানলে …’ রাজ্য সরকারকে আল্টিমেটাম, সময়সীমাও বেঁধে দিলেন আন্দোলনকারীরা
ইতিমধ্যে আগামী মাসে রয়েছে রথযাত্রা। তাই অনেক বিদেশি পর্যটক দিঘায় আগাম হোটেল বুকিং করে ফেলেছেন। দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘মন্দির উদ্বোধনের পর থেকে পর্যটকের সংখ্যা বেড়েছে।’ যার দরুন অনেকের বিশ্বাস বিদেশি পর্যটকের সংখ্যা বাড়লে দিঘা আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে একদিন ঠিক জায়গা করে নেবে। শুধু হোটেল শিল্প নয়, তখন এখানে পর্যটন নির্ভর সব ধরনের ব্যবসা ও পরিকাঠামোর উন্নতি হবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |