বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই রাজনৈতিক জীবনে হাতেখড়ি। লাল পতাকা বুকে বেঁধে গলা ফাটিয়েছেন বহুবার। রাজ্যে তখন ভরা বাম জামানা। সেই সময়ে বামফ্রন্ট সরকারের ভূমি ও ভূমি সংস্কার দফতরের মন্ত্রী ছিলেন তিনি (Abdur Razzak Molla)।
ভাঙরের প্রাক্তন বাম বিধায়ক তথা রাজ্যের প্রথম সারির দাপুটে নেতা আব্দুর রেজ্জাক মোল্লার জীবনাবসান হয়েছে। দীর্ঘ রোগ যন্ত্রণার পর শেষমেশ না ফেরার দেশে পাড়ি দিলেন রাজ্যের এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। মৃত্যুকালে বয়স হয়েছিল 82 বছর।
বামফ্রন্টের প্রথম সারির নেতা থেকে তৃণমূলের দায়িত্ব
কলেজ জীবনে লাল পতাকা হাতে নিয়ে বহু মিছিলে পা মিলিয়ে ছিলেন রেজ্জাক। ধীরে ধীরে রাজ্য-রাজনীতির জটিল সমীকরণের প্রতি ঝোঁক থেকেই সিপিএমের হয়ে কোমর বাঁধেন তিনি। একজন বামপন্থী নেতা হিসেবে নিজেকে সুস্পষ্ট পরিচয় দিয়েছিলেন রেজ্জাক।
1987 সালের বিধানসভা নির্বাচনে ভাঙরের মানুষের ভোটে বিধায়ক হিসেবে নির্বাচিত হন বামফ্রন্টের প্রথম সারির এই নেতা। এরপর দীর্ঘ 5 বছর ভাঙরের দায়িত্ব কাঁধে নিয়ে দীর্ঘ পথ হেঁটেছিলেন তিনি। পরবর্তীতে দলের সাথে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দেন রেজ্জাক।
যার কারণে তাঁর গায়ে সেটে গিয়েছিল দলবদলু তকমা। তবে তাতে রা করেননি তিনি। শেষ পর্যন্ত তৃণমূল নেতা হিসেবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের এই দাপুটে ব্যক্তিত্ব।
অবশ্যই পড়ুন: ফাইনালে মোহনবাগানের হারের কারণ হয়ে উঠতে পারেন বেঙ্গালুরুর এই ২ তারকা!
বার্ধক্য জনিত সমস্যার কারণেই মৃত্যু
পরিবার সূত্রে খবর, দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তৃণমূলের অন্যতম নেতা রেজ্জাক মোল্লা। জানা গিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
তবে শেষের 3-4 বছর বাড়িতেই কেটেছে তাঁর। শেষ পর্যন্ত, শুক্রবার সকালে পরলোক গমন করেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের অন্যতম উজ্জ্বল নাম আব্দুর রেজ্জাক মোল্লা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |