এভারেস্ট জয়ের পরেই আনন্দ হল মাটি! মৃত্যুর কোলে ঢলে পড়ল রানাঘাটের সুব্রত

Published on:

ranaghat subrata everest

প্রীতি পোদ্দার, কলকাতা: বহু প্রতীক্ষার পর অবশেষে স্বপ্নের শিখরে পৌঁছে গিয়েছিল পর্বতারোহী সুব্রত ঘোষ। কিন্তু মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের স্বপ্ন পূরণ হলেও বাড়ি ফেরা হল না তাঁর। পাহাড়ের বুকে মৃত্যুর কোলে ঢলে পড়ল ৪৫ বছরের যুবক। অন্যদিকে আরেক বাঙালি এভারেস্ট জয়ী রুম্পা দাস সুস্থ রয়েছেন। এইমুহুর্তে তিনি নিচে নামছেন বলেই জানা গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এভারেস্ট শীর্ষে দুই বাঙালি

পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট। সেই শৃঙ্গ ছোঁয়ার স্বপ্ন সমস্ত অভিযাত্রীই দেখে থাকেন। আর এই উত্তেজনা ও স্বপ্ন পূরণের লক্ষ্যের সঙ্গে যুক্ত হয়েছে সুনাম অর্জনের উন্মাদনা। আর এই স্বপ্নই দেখেছিল রানাঘাটের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পর্বতারোহী সুব্রত ঘোষ। পেশায় বাগদা ব্লকের কাপাসাটি মিলন বিথি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শুধু তিনি নন, একইসঙ্গে সেই স্বপ্ন পূরণের ইচ্ছা প্রকাশ করেছিল সেখানকারই ৪৪ বছরের আরেক বাসিন্দা রুম্পা দাস। তিনিও রানাঘাটের কুর্পাস ক্যাম্পের স্কুলের ইংরেজির শিক্ষিকা। শত বাঁধা বিপত্তির পর কোনরকমে গতকাল দুপুরে দুজনে এভারেস্ট শীর্ষে আরোহণ করেন।

এজেন্সি সূত্রে জানা যায়, গত বুধবার আবহাওয়ার গতিপ্রকৃতি ভালো না থাকার কারণে ‘সামিট’ যাত্রায় বেশ কিছুটা দেরি হয়ে যায়। এবং বেশ প্রতিকূলতার মধ্যে পড়তে হয় সকলকে। প্রচণ্ড হাওয়ার দাপটের মধ্যেই ক্যাম্পে নেমে আসতে থাকেন। তবে শেষ পর্যন্ত হার মানেনি সুব্রত এবং রুম্পা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের দুই পর্বতারোহীই বিশ্বের সবোর্চ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন। আর এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে। কিন্তু এই সুসংবাদের মধ্যেই লুকিয়ে থাকে ভয়ংকর বিপদ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মৃত্যুর কোলে ঢলে পড়ল সুব্রত

সূত্রের খবর এভারেস্টের চূড়া জয়ের পরই সেখান থেকে নামতে গিয়ে বেসক্যাম্প ৪-এ অসুস্থ হয়ে পড়েন শিক্ষক সুব্রত ঘোষ। হঠাৎ করেই তাঁর শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। সাধারাণত মাউন্ট এভারেস্ট চড়তে সময় লাগে কমবেশি ২ মাস। এর মধ্যে বেশিরভাগ সময়টাই যায় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হয়। তার উপর অত উঁচুতে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে। তাই বেস ক্যাম্পে গিয়ে প্রথমে শরীরকে খাপ খাইয়ে নেন অভিযাত্রীরা। কিন্তু সেই কাজ করতে পারেনি সুব্রত। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

আরও পড়ুন: রাতভর শিক্ষক পেটাল পুলিশ! রাজ্যজুড়ে ‘ধিক্কার দিবস’ পালনের ডাক আন্দোলনকারীদের

অন্যদিকে সুব্রতর সঙ্গে অভিযানে যাওয়া রানাঘাটেরই রুম্পা দাস অসুস্থ হয়ে পড়লেও, তিনি নিচে নামছেন বলে খবর পাওয়া গিয়েছে। বাংলায় এভারেস্ট জয়ের ইতিহাসে রুম্পাই হলেন পঞ্চম বাঙালি কন্যা, যিনি এভারেস্টে জয়পতাকা ওড়ালেন। এর আগে শীর্ষে আরোহণ করেছেন শিপ্রা মজুমদার, ছন্দা গায়েন, টুসি দাস, এবং পিয়ালি বসাক।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group