মাছ বেচেই চলত বড় সংসার, ৩০ টাকার লটারিতেই কোটিপতি হলেন ফুলবাড়ির লড়াকু নারী

Published on:

Fulbari fish seller Dipurani wins 1 crore by winning a lottery of 30 rupees

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাজারে মাছ বেচে সংসার চালানোর দায়িত্ব ছিল তাঁর কাঁধে। বর্তমান সমাজে মহিলারা যে পিছিয়ে নেই, ছেলে, স্বামী ও শাশুড়ির বড় সংসার টেনে বারবার সে কথা প্রমাণ করে দেখিয়েছেন জলপাইগুড়ির ফুলবাড়ির এক নম্বর কলোনির বাসিন্দা পেশায় মাছ বিক্রেতা দিপুরানী দাস। এবার তাঁর ভাগ্যে শিকে ছিঁড়ল। মাত্র 30 টাকার লটারিতেই (Lottery) কোটি টাকা জিতেছেন ওই ভাগ্যবতী।

30 টাকার লটারিতেই ভাগ্য খুলল দিপুরানী দাসের

স্বামী, দুই ছেলে ও শশুর শাশুড়ি নিয়ে সুখের সংসার। তবে অভাব যেন বারবার নাড়া দেয় সাংসারিক বাঁধনে। তবে কখনই হার মানেননি জলপাইগুড়ির লড়াকু নারী দিপুরানী। বলা চলে প্রায় একার কাঁধে গোটা পরিবারের দায়িত্ব তুলে নিয়েছিলেন তিনি। ফুলবাড়ি বাজারে মাছ বিক্রি করেই স্বামী সন্তানদের মুখের হাসি চওড়া করতে করতে কোনও দিনই নিজের জন্য ভাবার সময় পাননি দিপুরানী।

এবার সেই লড়াকু নারীর দিকেই মুখ তুলে চাইল ভাগ্য! লটারি কেটে ভাগ্য পরীক্ষা করা তাঁর নিত্য দিনের কাজ। ঠিক তেমনই একদিন কাজের ফাঁকেই 30 টাকার একটি ডিয়ার লটারি কেটেছিলেন দিপুরানী, পরে বিকেলের দিকে জানতে পারেন তাঁর ওই টিকিটে কোটি টাকা বেঁধেছে। প্রথমে বিশ্বাস না হলেও পরে দারিদ্রতার চাদর কিছুটা সরিয়ে মনকে বুঝ দিয়েছিলেন এবার তাঁর পালা! অবশেষে ফিরেছি ভাগ্য। মায়ের এমন সাফল্যে খুশিতে আত্মহারা দুই ছেলেও।

খোঁজ নিয়ে জানা গেল, মূলত ধার করে মাছ কিনে ফুলবাড়ি বাজারে বিক্রি করতেন দিপুরানী। প্রায়শই মহাজনের কাছে মোটা টাকা বকেয়া থেকে যেত, যার কারণে বেশ কয়েকবার সমস্যায়েও পড়তে হয়েছে তাঁকে। তবে এবার আর পিছন ফিরে চাইতে হবে না! অন্যান্য অনেকের মতোই দেরিতে হলেও ভাগ্যের চাকা ঘুরেছে তাঁর। কিন্তু এই বিপুল অর্থ দিয়ে ঠিক কী করবেন জলপাইগুড়ির ওই লটারি বিজেতা?

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: কলকাতা থেকে সস্তার প্যাকেজ, কাশ্মীরে পর্যটক ফেরাতে বিরাট উদ্যোগ IRCTC-র

কোটি টাকার পরিকল্পনা

নুন আনতে পান্তা ফুরনো সংসার। বাজারে মাছ বিক্রি করে স্বামী, দুই ছেলে ও শাশুড়ির পেট যা চলে আর কি! তবে এবার বাড়ি ফিরে আর চোখের জল ফেলতে হবে না জলপাইগুড়ির দিপুরানীকে! কেননা, এ যাত্রায় ভাগ্য সাথ দিয়েছে তাঁর! লটারি কেটেই জিতে নিয়েছেন এক কোটি টাকা। কিন্তু এই অর্থ দিয়ে ঠিক কী কী করবেন তিনি? কৌতুহল রয়েছে অনেকেরই। সেই সূত্রে বলি, ঈশ্বরের কৃপায় ভাগ্য ফিরেছে!

তাই লটারি তে অর্থ জেতার পর প্রথমেই স্থানীয় এক মন্দিরে পুজো দিতে যান জলপাইগুড়ির ওই মাছ বিক্রেতা। জানিয়েছেন, আগামী দিনে স্বামী, দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে সুখে সংসার করতে চান, একই সাথে কোটি টাকার মধ্যে থেকে কিছু অর্থ দিয়ে নিজেদের জন্য একটি ভাল বাড়ি বানানোর পরিকল্পনা রয়েছে দিপুরাণীর। তাছাড়াও দুই ছেলের ভবিষ্যৎ নিয়ে আলাদা ভাবনা তো রয়েছেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥