এবার মাখনের মতো যাওয়া যাবে শিলিগুড়ি থেকে ডুয়ার্স, খুলে গেল গজলডোবা সেতু

Published on:

gajoldoba bridge

সৌভিক মুখার্জী, কলকাতা: চারদিকে লেগে গিয়েছে পুজোর গন্ধ। আর ঠিক তার আগেই উত্তরবঙ্গবাসীর জন্য এল বিরাট সুখবর। হ্যাঁ, দীর্ঘ অপেক্ষার পর গতকাল রবিবার খুলে গেল তিস্তা নদীর উপর গজলডোবা সেতু (Gajoldoba Bridge)। এপ্রিল মাসের শেষের দিকে মূলত সংস্কারের জন্য এই সেতুটি বন্ধ করা হয়েছিল। ফলে শিলিগুড়ি ও ডুয়ার্সগামী হাজার হাজার যাত্রী ও পর্যটকরা পড়ছিল বিপাকে।

নির্দিষ্ট সময়ের আগেই শেষ হল কাজ

জানা গিয়েছে, প্রায় ১ কোটি ২৪ লক্ষ টাকা খরচ করে সংস্কারের কাজ শুরু হয়েছিল এই সেতুটির। গত ২৭ এপ্রিল থেকে মোটামুটি ১৪০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পুজো ও পর্যটন মরশুমের কথা মাথায় রেখে প্রশাসন নির্দিষ্ট সময়সীমার আগেই এই সেতুটি খুলে দিয়েছে। রবিবার দুপুরবেলা গজলডোবা উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান খগেশ্বর রায় এবং স্থানীয় বিধায়ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই সেতু।

বলে দিই, বর্তমানে জলপাইগুড়ি জেলায় তিস্তার উপর তিনটি সেতু থাকলেও, গজলডোবা ব্যারেজের উপর নির্মিত হয় সেতুটি সবথেকে গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি থেকে ডুয়ার্সের দিকে যাতায়াতের জন্য এই সেতুটিকেই সবাই বেছে নেয়। তাই এই সেতুটি দীর্ঘদিন বন্ধ থাকায় জলপাইগুড়ি ও সেবক সেতুর উপর যান চলাচলের চাপ অনেকটাই বেশি পড়ছিল। পাশাপাশি ঘুরপথে যাতায়াত করতে ভোগান্তির শিকার হচ্ছিল সাধারণ মানুষ ও পর্যটকরা। তবে আবারো এই সেতু চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকরা।

কিন্তু হ্যাঁ, আপাতত একসঙ্গে সমস্ত ভারী যানবাহনের জন্য এই সেতু খোলা হচ্ছে না। এখন মোটামুটি এই সেতুর উপর দিয়ে ২৫ টনের বেশি ওজনের গাড়ি চলতে দেওয়া যাবে না বলেই প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ হবে ২৫,০০০ কর্মসংস্থান! নিউ টাউনে ২০ একর জমির উপর বিরাট ক্যাম্পাস গড়ছে TCS

ইতিহাসের ঝলক

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে তিস্তা নদীর উপর তৈরি হয়েছিল এই গজলডোবা ব্যারেজ। মূলত বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি জমিতে জল পৌঁছে দেওয়ার জন্যই এই প্রকল্প নির্মাণ করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে। ২০২৩ সালে সিকিমের পাহাড়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আঁচ এসে পড়ে এই সেতুর উপর। ফলে দুর্বল হয়ে পড়ায় তা সংস্কারের প্রয়োজন হয়ে দাঁড়ায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥