সহেলি মিত্র, কলকাতাঃ রাত হলেই নাকি দেখা দিচ্ছে ভূতের উপদ্রব। আর এই ভূতের উপদ্রবে দু চোখের পাতা এক করতে পারছেন না অশোকনগরের (Ashoknagar) বাসিন্দারা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অভিযোগ তেমনই। অশোকনগরের মাতৃ সদনের পেছনের গলিতেই নাকি রয়েছে ভূত! এমনই অভিযোগ কিছু স্থানীয় বাসিন্দার। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
অশোকনগরে ঘুরে বেড়াচ্ছে ভূত?
এক প্রত্যক্ষদর্শীর মতে, কিছুদিন আগে স্বপরিবারে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন তিনি। বাড়ি ফিরতে প্রায় পৌনে ১২টা বেজে যায়। এরপর বাড়ির কাছে পৌঁছাতেই দেখেন আমগাছটি জোরে জোরে নড়ছে, অথচ তখন কোনও হাওয়া বইছে না। তখন তাপসবাবু দেখতে পান, গাছের ওপর একজন মহিলা মাথার চুল ছাড়া অবস্থায় বসে আছেন। স্বাভাবিকভাবেই রাতবিরেতে এহেন দৃশ্য দেখে আত্মারাম খাঁচা হয়ে যায় তাঁর। এরপর কিছু না ভেবেই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘আমার মেয়ে প্রথমে দেখে যে গাছটি জোরে জোরে কেউ নাড়াচ্ছে। এরপর আমি সেটা দেখার জন্য গাছের দিকে তাকাই। প্রথমেই গাছের ওপরের দিকে তাকালে কিছু দেখতে পাইনা। তবে একটু পর যখন আবার দেখি তখন নজরে আসে একজন মহিলা একদম চুল খোলা অবস্থায় গাছের ডালে বসে রয়েছে। যার আকৃতি সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা। শরীরে কোনও বস্ত্র নেই, পাটা খুব লম্বা। প্রথমে ভেবেছিলাম, হনুমান, টনুমান হবে। কিন্তু আমি যা দেখলাম সেটা নয়। হনুমান অত বড় সাইজের হতে পারে না।’
ভয়ে কাঁটা এলাকাবাসী
তাপস বাবুর বক্তব্য, জিনিসটা যখন ছায়া হয়ে সেখান থেকে মিলিয়ে যায় সেটা তাঁর মেয়েও দেখেছে। স্বাভাবিভাবেই সে জিজ্ঞাসা করে জিনিসটা কী? তিনি বুঝতে পারেন যে সেটি সাধারণ মানুষ নয়। তিনি নিশ্চিত যে এটা কেউ ভয় দেখাচ্ছে না, এটা মানুষ নয়। এহেন ঘটনায় ভয়ে কাঁটা হয়ে গিয়েছেন এলাকাবাসী। শুনে নিন ব্যক্তির বাকি বক্তব্য…