বাংলায় ৪০০ টাকা কেজি খাসির মাংস! বিক্রি হচ্ছে একদম সস্তায়, কোথায়?

Published on:

400 Rupee KG Mutton

সহেলি মিত্র, কলকাতাঃ ৭৫০ বা ৮০০ টাকা নয়, এবার খাসির মাংস বিক্রি হচ্ছে মাত্র ৪০০ টাকা কেজি দরে (400 Rupee KG Mutton)। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আর এই ঘটনা বাংলার। এদিকে এহেন দাম দেখে চোখ কপালে উঠেছে সকলের। ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো ছিল। নিশ্চয়ই ভাবছেন কোথায় এত কম দামে খাসির মাংস মিলছে? চলুন জেনে নেবেন।

খাসির মাংস বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে!

একদিকে যেখানে মুরগির মাংসের দাম বাজারে ১৮০ থেকে ২০০ টাকা, সেখানে খাসির মাংস বিক্রি হচ্ছে মাত্র ৪০০ টাকায়। বিভিন্ন জায়গায় এই দাম ৭৫০ থেকে ৮৫০ টাকা অবধি। সেখানে মাত্র ৪০০ টাকায় খাসির মাংস বিক্রি হওয়ার খবরে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে স্বাভাবিকভাবেই। নিশ্চয়ই ভাবছেন কোথায় এত কম টাকায় খাসির মাংস বিক্রি হচ্ছে? তাহলে জানিয়ে রাখি, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত এক বাইপাসের ধারে হঠাৎ এক সপ্তাহ ধরে তিনটি দোকানে মাত্র ৪০০ টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংস।

এদিকে এই খবর চাউর হতেই মাংস কিনতে মানুষ রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন। দোকানে দোকান ভিড় জমাচ্ছেন খাসিপ্রেমীরা। প্রশ্ন উঠছে মাংসের গুণগত মান নিয়ে। যদিও কিছু ক্রেতা জানাচ্ছেন, এই মাংস খেতে খুবই সুস্বাদু এবং নরম। সবথেকে বড় কথা দামও কম, তাই কিনে নিয়ে যাচ্ছেন তাঁরা।

কী জানাচ্ছেন মাংস বিক্রেতারা?

এই বিষয়ে মাংস বিক্রেতারা জানাচ্ছেন, এই মাংস আনা আনা হচ্ছে তালদি, রামপুরহাট, নারকেলডাঙা প্রভৃতি জায়গা থেকে। কম দামে গাড়ি বোঝাই খাসি কিনে তা বিক্রি করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রতিদিন ৮০ থেকে ৯০ পিস খাসি বিক্রি হচ্ছে। ৮ থেকে ১০ কেজি মাংস বিক্রি হচ্ছে প্রতিদিন। এদিকে এরকম কম দামে মাংস বিক্রি করতে দেখে আরও অন্যান্য বাজারের মাংস বিক্রেতা যারা ৭০০ টাকা কেজি দরে খাসি বিক্রি করছেন তাঁদের মাথায় হাত পড়েছে। অনেকের তো দোকান আবার বন্ধ হয়েছে তো কিছু জনের বন্ধ হওয়ার জোগাড় রয়েছে। এখানে জানিয়ে রাখি, বাইপাসের ধারে রুবি বাজারে কিছু দোকানে খাসির মাংস ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥