পুজো মণ্ডপে গৃহবধূর গলা থেকে সোনার হার চুরি, গ্রেপ্তার তৃণমূল বুথ সভাপতির ছেলে

Published:

Gold Necklace Stole
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপুজোর মধ্যেই হয়ে গেল ভয়ানক চুরি। হ্যাঁ, একদিকে মেদিনীপুর শহরের ছোট বাজারে লেডি গ্যাং-এর হানা, আর অন্যদিকে পুরশুড়ার তৃণমূল বুথ সভাপতির ছেলে সোনার হার চুরি (Gold Necklace Stole) করতে গিয়ে ধরা পড়া, গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। আসল ঘটনা কী? চলুন বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।

চুরি করে গ্রেফতার তৃণমূল বুথ সভাপতির ছেলে

পুরশুড়ার ডিহিবাতপুর এলাকায় সোনার হার চুরির এক ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, স্থানীয় এক গৃহবধূর গলায় থাকা একটি হার ছিনতাই হয়ে যায় পুজো মন্ডপের মধ্যেই। আর সঙ্গে সঙ্গে ওই ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর খবর পেয়েই পুলিশ তদন্তে নামে। সঙ্গে সঙ্গে দুই স্থানীয় যুবককে গ্রেফতার করে তারা, যাদের তাদের নাম শেখ নাজিম এবং কৃষ্ণ শাসমল।

পরে জানা যায় যে, ধৃতদের মধ্যে একজন তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি শেখ হান্নানের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তাদেরকে গ্রেফতার করেছে পুরশুড়া থানার পুলিশ এবং পরদিন আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের অভিযোগ, শাসকদলের ছেলেরাই যদি এরকম ধরনের অপরাধ করে, তাহলে অন্যরা কোথায় যাবে? যদিও স্থানীয় তৃণমূলের নেতা নেত্রীরা দাবি করছে, আইনের চোখে সবাই সমান। পুলিশ কড়া ব্যবস্থা নেবে।

আরও পড়ুনঃ চতুর্থবার ভারতের সবথেকে সুরক্ষিত শহরের তকমা পেল কলকাতা

মেদিনীপুরে লেডি গ্যাং-এর হানা

এদিকে আজ সকালবেলা দেবীবরণের সময় চলছিল কনকাঞ্জলি। বেলা ১১টা নাগাদ মেদিনীপুর শহরের ছোট বাজার পুজো মন্ডপে মহিলারা অঞ্জলি দিচ্ছিলেন। আর হঠাৎ করে মন্ডপে প্রবেশ করে একদল অচেনা মহিলা। প্রথমে কেউ বিশেষভাবে খেয়াল না করলেও কিছুক্ষণের মধ্যেই এক মহিলার গলায় থাকা সোনার চেইন উধাও হয়ে যায়। পরে তার চিৎকার শুনে পুজো কমিটির সদস্যরা সেখানে তৎপর হয়। উপস্থিত মহিলারা সন্দেহভাজনদের ঘিরে ফেলে আর হাতেনাতে দলের এক সদস্যকে ধরে ফেলে। এরপর জানা যায় যে, মোট আটজন মহিলা মিলে ওই চুরির প্ল্যান করেছিল। পুজো কমিটির সদস্যরা তাদেরকে আটকে রেখে মেদিনীপুর কোতোয়ালি থানায় খবর দেয়। তবে পুলিশ এসে সন্দেহ করে যে, তারা বড় কোনও চক্রের সাথবে জড়িত। এমনকি এর সঙ্গে আর কেউ যুক্ত থাকতে পারে, কিনা তা নিয়ে তদন্ত চলছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join