লোকাল ট্রেনের মতোই পরিষেবা কলকাতা মেট্রোয়, সুখবর যাত্রীদের জন্য

Published on:

Kolkata Metro

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতা শহরের পরিবহন ব্যবস্থার মধ্যে মেট্রোর (Kolkata Metro) জুড়ি মেলা ভার। তবে এবার কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের গতি আরও একধাপ এগোল যাত্রী পরিষেবার দিকে। হ্যাঁ, শহরের দুই প্রান্ত হাওড়া ও সল্টলেককে যুক্ত করতে এবারে মেট্রো লাইনে আপ এবং ডাউন পরিষেবা চালু হতে চলেছে।

এতদিন ধরে এই রুটে চলাচলকারী যাত্রীদের কাছে মেট্রো পরিষেবা পরিচিত ছিল পূর্বমুখী এবং পশ্চিমমুখী হিসেবে। তবে এবার সেই পরিচিতির রদবদল হচ্ছে। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, হাওড়া ময়দানের দিকের ট্রেনকে এবার ডাউন এবং সল্টলেক সেক্টর ফাইভের দিকের ট্রেনকে আপ হিসেবে চিহ্নিত করা হবে। যদিও রেল বোর্ডের তরফ থেকে 21 এপ্রিল এই নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

শিয়ালদহ-এসপ্ল্যানেড পরিদর্শনে সিআরএস

তবে এর রুটের যাত্রী পরিষেবা শুরু করার আগে শিয়ালদহ-এসপ্ল্যানেড পর্যন্ত কিছু অংশের অনুমোদন পাওয়ার অপেক্ষা ছিল। আর সেই উদ্দেশ্যে এবার চূড়ান্ত পরিদর্শনে আসছেন সিআরএস। আগামী রবিবার এই অংশগুলি খতিয়ে দেখবেন তিনি, এমনটাই সূত্রের খবর। 

আর এই কারণে আগামী শনিবার থেকে সোমবার টানা তিন দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে। সেই সময় ছয়টি নতুন রেক প্রস্তুত রাখতে সফটওয়্যার আপডেট সহ যাবতীয় কাজগুলি সেরে ফেলবে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন, এমনটাই জানা যাচ্ছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

মেট্রো চলাচলে মিললো সবুজ সংকেত

মেট্রো চালু করতে গেলে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নয়, বরং অগ্নিসুরক্ষার ছাড়পত্রেরও প্রয়োজন পড়ে। আর সম্প্রতি পশ্চিমবঙ্গের দমকল বিভাগ মেট্রোর ‘রিস্কি’ বউবাজার টানেলে যাত্রীবোঝাই রেক চলাচলের সবুজ সংকেত দিয়েছে। আর এই পদক্ষেপ, যা মেট্রো রেলের পথকে আরও মসৃণ করে তুলেছে।

আরও পড়ুনঃ টানা দরপতন, এখনই বিনিয়োগের সঠিক সময়? দেখুন আজকের সোনা, রুপোর দাম

কবে থেকে শুরু হবে যাত্রী পরিষেবা?

সূত্রের খবর, সিআরএস পরিদর্শনের পর তেমন কোন বাধা থাকবেনা বলেই মনে করছে মেট্রো রেলের আধিকারিকরা। তবে কলকাতার পূর্ব থেকে পশ্চিম অংশে প্রতিদিন 12 থেকে 15 মিনিট অন্তর চলবে মেট্রো, এমনটাই জানা যাচ্ছে। আর এই স্বপ্ন খুব শিগগিরই বাস্তবায়িত হবে বলেই মনে করা হচ্ছে। এখন শুধু নজর রেল বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা দিকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥