বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা মেট্রোর পার্পল লাইন নিয়ে সুখবর শোনালো সুপ্রিম কোর্ট। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এতদিন পার্পল লাইনের কাজের জন্য ডায়মন্ড হারবার রোড থেকে একবালপুর ক্রসিংয়ে যে বাড়িটি বাধা হয়ে দাঁড়াচ্ছিল, এবার সেই বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
সেই সাথেই, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে লিভ পিটিশন জমা দেওয়া হয়েছিল, এবার তাও খারিজ করল সুপ্রিম কোর্ট। আসলে কলকাতা হাইকোর্টের রায়ে 14.4 কিলোমিটারের পার্পল লাইন অংশে কাজের আগে তৈরি হওয়া জমি জট মিটে যেত বহু আগেই। তবে উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করায় ঝুলে ছিল মেট্রোর গুরুত্বপূর্ণ কাজ। তবে অবশেষে শীর্ষ আদালতের সিদ্ধান্তে নতুন দিশা পেল কলকাতা মেট্রো।
ভেঙে ফেলা হবে সংশ্লিষ্ট বাড়িটি
সম্প্রতি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পার্পল লাইনের কাজ এগিয়ে নিয়ে যেতে আগামী 8 সপ্তাহের মধ্যে ওই সংশ্লিষ্ট বাড়িটি খালি করতে হবে। এরপরই আদালতের নির্দেশ মেনেই ভেঙে ফেলা হবে ওই বাড়ি। যদিও এ প্রসঙ্গে বাড়ির মালিকের অনাপত্তির কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ বলে, হাইকোর্ট যা রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করার মতো কোনও কারণ দেখছে না সুপ্রিম কোর্ট। এছাড়াও ওই সংশ্লিষ্ট বাড়িটির যিনি মালিক, সেই ব্যক্তিও ক্ষতিপূরণ নিতে রাজি হয়ে গিয়েছেন। কাজেই আর কোনও সমস্যা থাকার কথা নয়! সব মিলিয়ে বলা যায়, সুপ্রিম কোর্টের হাত মাথায় নিয়েই এবার পার্পল লাইনের কাজ শুরু করে দেবে কলকাতা মেট্রো!
অবশ্যই পড়ুন: ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই বিরাট জয় ইস্টবেঙ্গলের, এরপর কবে কার বিরুদ্ধে ম্যাচ?
পার্পল লাইন নিয়ে আরও এক সবুজ সংকেত
সুপ্রিম কোর্টের নির্দেশে মুখের হাসি চওড়া হওয়ার পাশাপাশি এবার পার্পল লাইন নিয়ে আরও একটি সবুজ সংকেত পেয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানা যায়, প্রাথমিকভাবে পার্পল লাইন ইডেন গার্ডেন্স পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল কর্তৃপক্ষ। সেই মর্মেই রাজভবনের কাছে অনুমতি চেয়েছিল তারা।
কারণ, রাজভবনের লনের সামনে দিয়ে যাবে ওই লাইন। তাই সমীক্ষার স্বার্থে রাজভবনের কাছে অনুমতি চায় কলকাতা মেট্রো। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সেই অনুমোদন হাতে নিয়েই সম্পন্ন হয়েছে সমীক্ষার কাজ। কাজেই বলা যায়, দু তরফে সুখবর পাওয়ার পর আপাতত আর বাধা থাকছে না পার্পল লাইন মেট্রোর কর্মযজ্ঞে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |