ধার শোধ করতে গিয়েই ফিরল ভাগ্য! ৬ টাকার লটারিতেই কোটিপতি ফাস্ট ফুড বিক্রেতা গোপাল

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কথায় আছে, ভাগ্য ফিরতে সময় লাগে না! শনিবার সেই মন্ত্রই একেবারে কাটায় কাটায় মিলে গেল উত্তর 24 পরগনার (North 24 Parganas) হেলেঞ্চা বাজারের এক ফার্স্ট ফুড দোকান মালিকের ক্ষেত্রে। জানা যায়, গতকাল পাওনাদারের টাকা মেটাতে বাগদায় গিয়েছিলেন ওই ব্যক্তি।

সেখানেই সমস্ত কাজ সেরে ফিরে আসার সময় 6 টাকার লটারির একটি সিরিজ কেনেন হেলেঞ্চার ফাস্ট ফুড বিক্রেতা গোপাল সরকার। আর তাতেই খুলেছে ভাগ্য! মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই কোটিপতি হয়ে গিয়েছেন তিনি।

6 টাকার লটারিতেই কোটিপতি গোপাল

খোঁজ নিয়ে জানা গেল, গতকাল অর্থাৎ শনিবার হেলেঞ্চা বাজারের ফাস্ট ফুড বিক্রেতা গোপাল সরকার বাগদায় পাওনাদারের টাকা মেটাতে গিয়েছিলেন। সেই মতো মালিকের ঘরে টাকা বুঝিয়ে ফিরে আসার সময়, বাগদা বাজার থেকে 6 টাকার ডিয়ার লটারির একটি সিরিজ কেনেন গোপাল। সেই সময় সর্বসাকুল্যে তাঁর খরচ পড়েছিল 150 টাকা। দুপুর 1টা নাগাদ শুরু হয় খেলা।

পরবর্তীতে নম্বর মিলিয়ে দেখতেই চোখ কপালে ওঠে গোপালের। বুঝতে পারেন, 6 টাকার লটারিই তাঁকে কোটিপতি বানিয়েছে। খুশির খবর জানতে পেরে আর সইতে পারেননি তিনি! খবর দেন স্ত্রীকে। স্বামীর 1 কোটি জেতার খবরে আনন্দের পাশাপাশি যথেষ্ট বিস্মিত ছিলেন তিনি। তবে বর্তমানে লক্ষী লাভ হওয়ায় যথেষ্ট উচ্ছ্বসিত ওই দম্পতি।

 

অবশ্যই পড়ুন: ভারত না তুরস্ক, সামরিক শক্তিতে এগিয়ে কোন দেশ! দেখে নিন ভয়ঙ্কর পরিসংখ্যান

কোটি টাকার পরিকল্পনা

কোটি টাকা তো জিতলেন, কিন্তু এই অর্থ দিয়ে কী করবেন গোপাল? এ প্রসঙ্গে তাঁর স্ত্রী জানান, কোটি টাকা জিতে যাব এটা ভাবতে পারিনি। আমি সত্যিই খুব আনন্দিত। এবার ওই অর্থ দিয়ে দোকানটা ভাল করে সাজাবো। আশা করছি পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারব।

একই মত লটারি বিজেতা গোপালের। উত্তর 24 পরগনার ওই ভাগ্যবান বলেন, আর্থিক অবস্থা খুব একটা ভাল না। তাই মাঝেমধ্যে লটারি কাটতে হতো। এবার এই অর্থ দিয়ে নিজের দোকানটাকে একটু ভাল করে তৈরি করব। ছেলের ভবিষ্যৎ আছে! সবদিক দেখতে হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join