প্রীতি পোদ্দার, কলকাতা: জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ঠিক বাস্তবায়িত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) টাকা না দেওয়ায় শেষে ক্ষুব্ধ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এরপর রাজ্যের নিজস্ব কোষাগার থেকে টাকা এই প্রকল্পের উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। সেই অনুযায়ী গত বছর অর্থাৎ ২০২৪ এর ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা প্রদান করা। ইতিমধ্যে মঞ্চে বেশ কয়েকজন উপভোক্তার হাতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা নিজে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
‘বাংলার বাড়ি’ প্রকল্পে নতুন সংযোজন
তবে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে নবান্ন অনেক বেশি সতর্ক হয়ে পড়েছে। যাতে একজনের টাকা কোনওভাবেই অন্যজনের অ্যাকাউন্টে না চলে যায় তার জন্য বেশ নজরদারি রাখা হয়েছে। এদিকে রাজ্যের আবাস প্রকল্পে অনুমোদিত তালিকার ১১ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে। কিন্তু তাতেও দেখা যাচ্ছে নতুন আরও প্রায় এক লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে এই প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকদের একাংশের অনুমান, যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্যাচাই হচ্ছে। আর তাতেই কিছু সংখ্যক উপভোক্তা বাদ যাচ্ছেন জেলায় জেলায়। তাই তাঁদেরকে এবার সংযুক্ত করা হচ্ছে।
সূত্রের খবর, আপাতত আটটি জেলার জন্য বাংলার আবাস যোজনার অতিরিক্ত উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাস প্রকল্পের পার্মানেন্ট ওয়েট লিস্ট বা PWL এর তালিকায় মোট প্রায় ২৮ লক্ষ উপভোক্তার নাম ছিল। সেখান থেকে বাছাইকরণের মাধ্যমে ১১ লক্ষ উপভোক্তার তালিকাকে ২০২২ সালের নভেম্বরে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। জানা গিয়েছে বাকি প্রায় ১৭ লক্ষ উপভোক্তার মধ্যে থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
PWL থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত
এদিকে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বাংলার আবাস যোজনায় নতুন উপভোক্তা সংযুক্তকরণের ক্ষেত্রে বলছেন, “উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল, তা পূরণ করার জন্যই PWL থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাতে মোট সংখ্যাটা ১২ লক্ষতেই দাঁড়ায়। অন্যদিকে প্রশাসনের এক কর্তা বলছেন, “উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ টাকা ফেরত নেওয়া হচ্ছে। আবার টাকা পাঠানোর পরে কোনও উপভোক্তাকে ‘অযোগ্য’ বলে জানা গেলে, তাঁর থেকে অর্থ ফিরিয়েও নিচ্ছে সরকার। প্রতিটি জেলায় এ ভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে। আর সেই কারণে এই নতুন উপভোক্তাদের যুক্ত করা হচ্ছে।”
আরও পড়ুনঃ DA না বাড়ালেও সরকারি কর্মীদের খুশি করার বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের
প্রসঙ্গত সব মিলিয়ে এই দফায় গোটা বাংলার জন্য বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় ৭২০০ কোটি টাকা। মোট ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তিতে প্রত্যেক উপভোক্তা পাবেন ৬০ হাজার টাকা। তবে জঙ্গলমহলের কিছু অঞ্চল–সহ দুর্গম এলাকার উপভোক্তারা ১ লক্ষ ৩০ হাজার টাকা করে পাবেন বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে।