নবান্ন ছুটির তালিকা প্রকাশ করতেই DA নিয়ে বার্তা সরকারি কর্মীদের! সরগরম বাংলা

Published on:

nabanna dearness allowance mamata banerjee

শ্বেতা মিত্র, কলকাতাঃ DA বা মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বিষয়ে নতুন করে প্রশ্নের মুখে রাজ্য সরকার। ২০২৪ সাল শেষ হয়নি, তার আগেই ২০২৫ সালে রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছে রাজ্য সরকারের অর্থ দফতর। আর এই তালিকা দেখে কিছু সরকারি কর্মীদের একাংশ যেমন খুশি হয়েছেন তো আবার কিছু কর্মী ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন। ইতিমধ্যে অনেকেই বলতে শুরু করেছেন, ডিএ দেওয়ার নাম নেই অন্যদিকে ছুটি দিয়েই যাচ্ছে সরকার। এবার এই বিষয়ে সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। আর তিনি যা বললেন তা শুনে চমকে গিয়েছেন সকলে।

২০২৫-এ বাড়তি ছুটি

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন। মমতা সরকারের নেওয়া সিদ্ধান্তগুলি বারবার খবরে এনেছে। ২০২৫ সালে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুটি খবর অপেক্ষা করছে৷ এর মধ্যে একটি খবর ভালো এবং অন্যটিকে খারাপ বলা যেতে পারে৷

বলা হচ্ছে, ২০২৫ সালে রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা যেমন বাড়বে, তেমনই ছুটিও কমবে। সামনের বছর দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজো সহ আরও অনেক উৎসবের জন্য বাড়তি ছুটি পেয়ে যাবেন সরকারি কর্মীরা। এদিকে ছুটি নিয়ে খুশি হলেও ডিএ কবে বাড়বে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সকলে।

ডিএ নিয়ে উঠল বিরাট প্রশ্ন

ডিএ কবে মিলবে তা নিয়ে মলয় মুখোপাধ্যায় নিজের ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন, ‘২০২৫ সালের পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা৷ রাজ্য ডিএ প্রদানে লাস্ট হলেও, ছুটি প্রদানে ফাস্ট৷ মাননীয়া মুখ্যমন্ত্রী তা স্বীকার করে বলেছেন, ‘ডিএ কম হলেও এ’রাজ্যে সরকারি কর্মীদের ছুটি প্রচুর, তাই কর্মীদের তার ভ্যালু অ্যাড করতে হবে৷ সত্যিই বড় বিচিত্র যুক্তি৷’

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় স্যালারি এবং মহার্ঘ ভাতা পাচ্ছেন। তাঁদের প্রাপ্ত মহার্ঘ ভাতার হার হল ১৪ শতাংশ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥