‘স্বাধীনতার পর থেকেই বঞ্চিত, DA একেবারে শূন্য হয়ে গিয়েছে!’ জানা গেল মহার্ঘ ভাতা বৃদ্ধির উপায়

Published on:

da hike

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের কথা প্রকাশ্যে এসেছিল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর মাধ্যমে। অর্থাৎ সেই সিদ্ধান্তে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। যার ফলে প্রায় ৫০ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন সংশোধিত হয়েছে। আর প্রায় ৬৫ লাখ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনভোগীর ভাতা সংশোধিত হবে বলে জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ক্রমেই বাড়ছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের DA র ফারাক!

কিন্তু কেন্দ্রের তরফে অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করার পরই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মনে কষ্ট আরও বেড়ে গেল। যার ফলে সরকারি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কারণ তাঁরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। এইমুহুর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতার ফারাক ৩৯ শতাংশ হয়ে আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পান, সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে ঢুকছে ১৪ শতাংশ। কিছুদিন পর সেই ফারাক আরও বাড়তে চলেছে।

ফের মহামিছিলের ডাক সরকারি কর্মীদের

আর এই আবহে তাই ফের রাস্তায় নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। জানা গিয়েছে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদানের মতো একগুচ্ছ দাবিগুলিকে আগামী ২৭ জানুয়ারি মহামিছিল এবং মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। এই মহামিছিল শুরু হবে প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। তারপর সেই মিছিল থামবে ধর্মতলা পর্যন্ত। শেষে শহিদ মিনারের পাদদেশে মহাসমাবেশের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ এবার কলকতার খোলা বাজারে মিলবে না মুরগির মাংস? বিরাট সিদ্ধান্ত কলকাতা পুরসভার

লড়াই প্রসঙ্গে কী বলছেন ভাস্কর ঘোষ?

এদিকে সেই কর্মসূচি প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মীরা DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ক্ষেত্রে একের পর এক লড়াই করে চলেছেন। তবে এই লড়াই শুধু আজকের নয়। আসলে স্বাধীনতার পর থেকেই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষকরা কোনওদিনই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাননি। এদিকে বাকি রাজ্যগুলিতে সেই চিত্র সম্পূর্ণ আলাদা। সেখানে প্রশাসন রাজ্য সরকারী কর্মীদের কেন্দ্রীয় হারে DA বৃদ্ধি করে থাকে নির্দিষ্ট সময়ে।”

আরও পড়ুনঃ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের জয় হবে নিশ্চিত, ৩ মাস পর কামব্যাক টিম ইন্ডিয়ার গোপন অস্ত্রর

এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আরও বলেন যে, “২০১৯ সাল থেকে বলতে গেলে রাজ্যে মহার্ঘ ভাতা একেবারেই শূন্য হয়ে গিয়েছে। ২০২৩ সালে আমরা সকলে ভয়ংকর লড়াই করেছিলাম বলে শেষে DA এর পরিমাণ ৩ শতাংশ থেকে বেড়ে এখন ১৪ শতাংশে দাঁড়িয়েছে। তবে লড়াইটা আমরা ঠিকমতো করতে পারছি না বলে ২০২৫ সালে মহার্ঘ ভাতা সেই আবার শূন্যে ঠেকল। তাই লড়াই ছাড়া কোনও পথ নেই। যদি টানা লড়াইটা করে যাওয়া যায় তাহলে আগামী বাজেটে DA বৃদ্ধি হলেও হতে পারে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group