বছর শুরুর মাসেই ছুটি হাতছাড়া! জানুয়ারিতে কটা হলিডে দিচ্ছে নবান্ন? দেখুন লিস্ট

Published on:

government holidays list for january 2025

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই শুরু নতুন বছর। ইংরেজি নববর্ষ ২০২৫ সালকে স্বাগত জানানোর জন্য অনেকেই জমিয়ে প্ল্যান করে ফেলেছেন। তবে বছরের প্রথম মাসেই কিছুটা খারাপ খবর রয়েছে সরকরি কর্মীদের জন্য। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফ থেকে ছুটির দিনের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই জানা যাচ্ছে, বছরের প্রথম মাসেই ছুটি মার যেতে চলেছে কর্মীদের!

WhatsApp Community Join Now

সরকারি চাকরি মানেই একদিকে যেমন মাসের শেষে মোটা মাইনে। তেমনি পুজো-উৎসব থেকে শুরু করে একাধিক ছুটিও পাওয়া যায়। তবে এবছর সেদিক থেকে কিছুটা হলেও কম ছুটি জুটবে সরকারি কর্মীদের ভাগ্যে। আসন্ন জানুয়ারি মাসেই দুটি ন্যাশনাল হলিডে রবিবার হওয়ায় সেই ছুটি পাওয়া যাবে না।

বছরের প্রথম মাসেই ছুটি লস সরকারি কর্মীদের

যেমনটা জানা যাচ্ছে জানুয়ারি মাসে মোট ৪টি ছুটি পেতে চলেছেন কর্মীরা। যার মধ্যে ২টি রবিবার হওয়ায় ছুটি মার যেতে চলেছে। ১ লা জানুয়ারি নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে। এরপর ৬ ই জানুয়ারি গুরু গোবিন্দ সিংয়ের ‘প্রকাশ পূরব’ উদযাপনের জন্য ছুটি পাবেন শিখ সম্প্রদায়ের সমস্ত কর্মীরা।

এরপর ১২ইজানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ও ২৬ শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে হিসাবে ন্যাশনাল হলিডে। তবে এই দুই দিনই রবিবার। তাই ছুটি প্রাপ্য ছুটি হাত ছাড়া হল বলা যেতেই পারে। এছাড়া আগামী বছর স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী একইদিনে হয়ে যাওয়ার জেরে একটাই ছুটি পাওয়া যাবে। তবে এনআই আইন অনুযায়ী সব মিলিয়ে বছরে মোট ২৫টি ছুটি থাকছে ও আর রাজ্য সরকারের তরফ থেকেও মোট ২৫টি ছুটি থাকছে। অবশ্য এর মধ্যে কিছু ক্ষেত্রে ছুটির দিন রবিবার হওয়ার জেরে সেটা আলাদা করে পাওয়া যাবে না।

সঙ্গে থাকুন ➥
X