শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই শিক্ষক নিয়োগে দুর্নীতি (SSC Scam) মামলায় একের পর এক মোড় উঠে আসছে। বিশেষ করে প্রায় ২৬,০০০ শিক্ষক-শিক্ষকর্মীর চাকরি বাতিলের মামলা বাংলা তথা গোটা দেশকে একপ্রকাশ তাজ্জব করে রেখে দিয়েছে। ২০২৪ সালে কলকাতা হাইকোর্টের তরফে প্রায় ২৬,০০০ চাকরি বাতিলের রায়কে ঘিরে একদিকে যেমন বিতর্ক-এর শেষ নেই, তেমনই আবার কেউ কেউ বলছে ঠিক হয়েছে। যাইহোক, বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। চলছে একের পর এক শুনানি। যদিও চূড়ান্ত শুনানি কী হবে এই বিষয়ে সেটা এখনো জানা যায়নি। তবে এরই মাঝে এই ঘটনা প্রসঙ্গে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ২৬,০০০ চাকরি বাতিলের মামলায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল মমতা বন্দোপাধ্যায়ের সরকার।
প্রায় ২৬,০০০ চাকরি বাতিলের মামলায় বড় পদক্ষেপ
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই বিষয়ে সরকারের তরফে নতুন করে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর। এমনিতে গত সোমবার সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং অন্যান্য কর্মচারীর নিয়োগ বাতিল করার ২২ এপ্রিল, ২০২৪ সালের কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আবেদনের উপর সোমবার সুপ্রিম কোর্ট তার রায় সংরক্ষণ করেছে।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ বলেছে, “যুক্তি শুনানি হয়েছে। রায় সংরক্ষিত।” এদিকে রায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা একটি আবেদন সহ ১২৪টি আবেদনের শুনানি হয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে, বুধবার কিছু নথি পেশ করতে চেয়েছিল এসএসসি। কিন্তু তাদের পর এবার লিখিত যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য। নতুন একটি যুক্তি খাড়া করেছে সরকার। কী সেই যুক্তি?
নতুন যুক্তি নিয়ে আদালতের দ্বারস্থ রাজ্য
সূত্রের খবর, প্রায় ২৬, ০০০ শিক্ষকের চাকরি এক লহমায় এভাবে বাতিল করলে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এদিকে মামলাকারীদের আইনজীবীদের দাবি, এটি আসলে মামলাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়া। কিন্তু এসএসসি ও রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে, সেদিন বলার সুযোগ পায়নি এসএসসি। সেই কারণে পৃথকভাবে লিখিত যুক্তি দিয়ে সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবে। পাশাপাশি রাজ্যও নিজের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সরকার পৃথকভাবে যুক্তি তৈরি করেছে।
আরও পড়ুনঃ শিল্পে ১৪৭৭ কোটি, মাদ্রাসায় ৫৬০০! বাজেটে বরাদ্দ নিয়ে নিশানায় রাজ্য সরকার
ওএমআর শিট টেম্পারিং এবং র্যাঙ্ক-জাম্পিংয়ের মতো অনিয়মের কথা উল্লেখ করে হাইকোর্ট পশ্চিমবঙ্গের রাষ্ট্রায়ত্ত এবং রাষ্ট্রায়ত্ত স্কুলগুলিতে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছে। গত বছরের ৭ মে, সুপ্রিম কোর্ট রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) কর্তৃক করা নিয়োগের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে। তবে, শীর্ষ আদালত সিবিআইকে এই বিষয়ে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |