শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার বড়সড় সিদ্ধান্তের পথে হাটল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। আর এই সিদ্ধান্ত হল GPF নিয়ে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতে প্রায়শই কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার হামেশাই এই জিপিএফ নিয়ে কিছু না কিছু সিদ্ধান্ত নেয়। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার এই জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ-এ বাৎসরিক সঞ্চয়ের ঊর্ধ্বসীমা বেঁধে দিল বাংলার অর্থ দফতর। হ্যাঁ ঠিকই শুনেছেন। স্বাভাবিকভাবেই সরকারের এহেন সিদ্ধান্তে চমকে গিয়েছেন বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মী। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কত টাকা সর্বশেষ জমা করা যাবে? জানতে চোখ রাখুন এই প্রতিবেদনটির ওপর।
বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের
জানা গিয়েছে, এবার থেকে জিপিএফ-এ বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা জমা করতে পারবেন রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। আর এমনই নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এমনিতে সরকারি নিয়ম অনুযায়ী এতদিন কোনও কর্মী চাইলে জিপিএফে তাঁর মূলবেতনের (বেসিক) সমপরিমাণ অর্থ জমা করতে পারতেন। এ বার পাঁচ লক্ষ টাকার উর্ধ্বসীমা বেঁধে দেওয়ায় কারও কারও ক্ষেত্রে আগের নিয়ম কার্যকর করা সম্ভব হবে না।
এদিকে সরকারের এহেন সিদ্ধান্তে অখুশি সরকারি কর্মচারীরা। স্কুলের এক প্রধান শিক্ষক জানান, ‘ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য সরকারি খাতে সঞ্চয় করা হয়ে থাকে। তার ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করে দেওয়ার ফলে বেসরকারি সংস্থাগুলির রমরমা বৃদ্ধি পাবে।’ এরইসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, ‘শিক্ষক কর্মচারীদের ,জিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করার একটা ঊর্ধ্বসীমা থাকা অবশ্যই প্রয়োজন। কিন্তু একটা বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সেই নির্দেশ দিতে হয়। কিন্তু আমাদের রাজ্যে ২০২০-সালে বেতন কমিশন চালু হওয়ার পর এত দিন পরে নির্দেশ কেন? তা ছাড়া কেন্দ্রীয় সরকারের সব সুপারিশ কি রাজ্য মানতে বাধ্য!’
জেনারেল প্রভিডেন্ট ফান্ড স্কিম কী?
জেনারেল প্রভিডেন্ট ফান্ড হল এক ধরনের প্রভিডেন্ট ফান্ড স্কিম, যার অধীনে কেবল সরকারী কর্মচারীরাই তাদের অবদান রাখতে পারেন। এই স্কিমের জন্য যোগ্য সমস্ত সরকারী কর্মচারী তাদের বেতনের কিছু অংশ এতে বিনিয়োগ করতে পারেন, যা অবসর গ্রহণের পরে একই সঙ্গে কর্মচারীকে দেওয়া হয়। অর্থ মন্ত্রক প্রতি ত্রৈমাসিকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড স্কিম এবং অন্যান্য অনুরূপ স্কিমগুলির সুদের হার সংশোধন করে।
৫ লক্ষ টাকার বেশি কন্ট্রিবিউশনে কি সুদ পাওয়া যাবে?
পেনশন ও পেনশনার্স কল্যাণ বিভাগ ৫ মে ২০২৪ তারিখে একটি আদেশ জারি করে স্পষ্ট করে দিয়েছিল যে পঞ্চম সাধারণ প্রভিডেন্ট ফান্ড স্কিমের অধীনে, ৫ লক্ষের বেশি অবদানের উপর আয়করের আওতায় সুদ প্রদান করা হবে। দফতরের তরফে জানানো হয়, এই বিষয়ে অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।