‘৬ বার হেরেছে, এবার’ সুপ্রিম কোর্টে DA মামলার আগেই নবান্নর চাপ বাড়ালেন আইনজীবী

Published on:

da case in sc

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই কেন্দ্র সরকার ও অন্যান্য রাজ্য সরকারের সঙ্গে বাংলার ডিএ-র (Dearness Allowance) ফারাক বেড়েই চলেছে। অন্যান্য রাজ্যে যেখানে সপ্তম বেতন পে কমিশনের আওতায় ৫০, ৫৩% হারে সকলে মহার্ঘ ভাতা পাচ্ছেন সেখানে বাংলার কর্মীরা মাত্র ১৪ শতাংশ হারে DA পাচ্ছেন। ফলে সকলের রাগ দিনে দিনে আরও সপ্তমে উঠছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যদিও আজ মঙ্গলবার বাংলার সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। কারণ আজই রয়েছে দীর্ঘ প্রতীক্ষিত শুনানি। সকলের ভাগ্যের তালা খুলবে নাকি ফের আগেরবারের মতো মামলার শুনানি পিছিয়ে যাবে তা আর কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। এদিকে এই মামলা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন মলা নিয়ে মুখ খুললেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম। আপনিও কি জানতে ইচ্ছুক যে তিনি কী বলেছেন? তাহলে পড়ে ফেলুন আজকের এই আর্টিকেলটি।

ভাগ্যের তালা খুলবে বাংলার সরকারি কর্মীদের?

কেন্দ্রীয় হারে DA ও মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। তবে পশ্চিমবঙ্গ সরকার এই সমস্যা সমাধানে কোনও আগ্রহ দেখাচ্ছে না বলে অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে বিরোধীদের। গত বছর লোকসভা নির্বাচনের পর শেষবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মাত্র ৪ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপরে সকলে আশাবাদী ছিলেন যে বড়দিনের দিন হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বড় ঘোষণা করবেন, কিন্তু সে গুড়ে বালি। যাইহোক, আজ এই মামলার শুনানি রয়েছে দেশের শীর্ষ আদালতে। অন্যদিকে ফিরদৌস শামিম হুঙ্কার ছেড়ে জানালেন, রাজ্য সরকার আবার হারবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিশিষ্ট আইনজীবী ফিরদৌস জানিয়েছেন, ‘স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট মিলে রাজ্য সরকার ছ’বার ডিএ মামলায় হেরেছে। তারপরও সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করেছে রাজ্য। নিশ্চিতভাবে রাজ্যের সেই আইনি অধিকার আছে। তাঁর আশা করছি যে মঙ্গলবার ডিএ মামলার শুনানি হবে। আর শুনানি হলে আমরা আশা করছি যে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই রায় যাবে।’

supreme court

বিস্ফোরক সরকারি কর্মীদের আইনজীবী

শামিম আরও জানিয়েছেন, ‘রোপা-২০০৯ রুলে নির্দিষ্টভাবে বর্ণিত আছে যে মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের আইনসংগত অধিকার। সেটা আদালতে প্রমাণও করা হয়েছে।’ যে কারণে এবার সুপ্রিম কোর্টেও সেই বিষয়টি প্রতিষ্ঠা করতে তাঁরা সফল হবেন বলে আশাপ্রকাশ করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী। এর পাশাপাশি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আশাপ্রকাশ করেছেন যে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group