‘DA দেবে না রাজ্য সরকার, কিন্তু আমাদের …’ বকেয়া মামলায় বিস্ফোরক দাবি বাংলার কর্মীদের

Published on:

da hike

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৪ এর শুরুতেই বড় চমক দেওয়া হয়েছিল কেন্দ্রীয় কর্মচারীদের। প্রতিশ্রুতি এবং নিয়ম মেনেই কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৪ শতাংশ বাড়িয়ে ৪৬ থেকে ৫০ শতাংশ করা হয়েছিল। আর তাতে বেজায় খুশি হয়েছিল সকলে। কিন্তু কয়েক মাস ঘুরতে না ঘুরতেই ফের বড় চমক দিল মোদী সরকার। নিয়ম মেনেই ফের দীপাবলীর আবহে কেন্দ্রীয় কর্মচারীদের DA এর পরিমাণ একধাক্কায় ৩ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়। সবমিলিয়ে DA এবং DR এর পরিমাণ দাঁড়ায় ৫৩ শতাংশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তের ফলে সুবিধা ভোগ করেন ৪৮ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬০ লক্ষেরও বেশি পেনশনভোগী।

কেন্দ্রীয় হারে DA না বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের

WhatsApp Community Join Now

কিন্তু এদিকে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সরকারী কর্মীদের বর্তমানে ১৪ শতাংশ হারে DA দিচ্ছেন। যার ফলে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের DA-র ফারাক যেন আরও বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষবার DA এর পরিমাণ বাড়িয়েছে চলতি বছর লোকসভা নির্বাচনের পর। এই আবহে ডিএ আন্দোলনকারীদের দাবি, প্রাপ্য আরও ৩৯ শতাংশ DA দিতে হবে রাজ্যকে। যার জেরে একের পর এক ধর্না এবং প্রতিবাদ সভা গতে তুলছে সংগ্রামী মঞ্চ। কিন্তু এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও নিজেদের অবস্থানে অনড় থেকে কেন্দ্রীয় হারে DA না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর তাতেই মহাক্ষুব্ধ সংগ্রামী মঞ্চের সদস্যরা।

DA প্রসঙ্গে এবার উঠে এল সংবিধান

সম্প্রতি DA বাড়ানোর দাবিকে তুলে ধরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, “বেশ কয়েকদিন ধরে অনেকেই বলে বেড়াচ্ছেন যে রাজ্য সরকার কিছুতেই DA দেবে না। কিন্তু আমাদের কাছে এখনও, আইন-আদালত এবং সংবিধান আছে। যদি এই আইন আদালত সত্যিই থেকে থাকে তাহলে আমাদের বিশ্বাস সরকারকে অবশ্যই নির্দিষ্ট DA দিতে হবে।” এছাড়াও তিনি বলেন, ” পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যগুলি মূল্যসূচক মেনে কেন্দ্রীয় হারে নিদিষ্ট সময় অন্তর মহার্ঘ ভাতা ঘোষনা করে থাকেন। বিগত বেতন কমিশনগুলির সুপারিশেও তা উল্লেখ আছে। কিন্তু আমাদের রাজ্যই থেমে গিয়েছে।”

মলয় মুখোপাধ্যায় আরও বলেন যে তৃণমূল ২০১১ সালে ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইস্তেহারে জোর গলায় বলেছিল যে ক্ষমতায় এলে, সরকারি কর্মচারীদের সমস্ত সমস্যা দূর করা হবে। এবং বাম আমলে DA সংক্রান্ত সমস্যা নির্মূল করা হবে। কিন্তু ক্ষমতায় আসার পর সেই সকল প্রতিশ্রুতি এখন ফিকে হয়ে গিয়েছে। যদিও আমাদের নজর এখন সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার অগ্রগতির দিকে। ২০২৫ সালের ৭ জানুয়ারি মামলার রায় কী বের হয় তা দেখার জন্য আমরা সকলেই উদগ্রীব।”

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে পে কমিটি গঠন করা হয়েছিল ১৯৭০ সালে। এই কারণে কেন্দ্রে যখন পঞ্চম বেতন কমিশন কার্যকর হয়, তখন রাজ্যে চতুর্থ কমিশন চলতে থাকে। তাইতো সপ্তমের জায়গায় বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। কিন্তু রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের অ্যাকচুয়াল এফেক্ট ২০২০ সালের ১ জানুয়ারি থেকে শুরু হলেও DA দেওয়া শুরু হয়েছিল প্রায় ৫৪ মাস পরে অর্থাৎ ২০২১ সালের ১ জানুয়ারি থেকে। যার জন্য বেশ ক্ষুব্ধ সরকারী কর্মীদের একাংশ।

সঙ্গে থাকুন ➥
X