একটা টাকাও মিলবে না লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীতে! কড়া নিয়ম আনল পশ্চিমবঙ্গ সরকার

Published on:

mamata banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার জনসাধারণের কথা মাথায় রেখেই একের পর এক সুবিধাজনক প্রকল্প চালু করেছে। যার মধ্যে অন্যতম প্রকল্পগুলি হল স্বাস্থ্যসাথী প্রকল্প, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) ইত্যাদি। তবে এই সব প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বিধানসভা নির্বাচনের আগে তুরুপের তাস হিসেবে শাসকদল তৃণমূল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে সামনে রেখে সাধারণ মানুষের মন জিতে নিয়েছিল। তবে শুধু বিধানসভা নির্বাচন নয়, চলতি বছরের লোকসভা নির্বাচনেও ভালো ফলাফল করার পিছনে একমাত্র হাতিয়ার হয়েছিল এই লক্ষ্মীর ভান্ডার।

WhatsApp Community Join Now

২০২১ সাল থেকে রাজ্য সরকার দ্বারা পরিচালিত এই প্রকল্প জনসাধারণের সামনে প্রকাশ পায়। সেই সময় এই প্রকল্পে মাসিক পাঁচশো টাকা করে ভাতা পেতেন রাজ্যের মহিলারা। তারপর এর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে থাকায় বেড়েছে ভাতার পরিমাণও। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় এর মহিলারা মাসে ১০০০ টাকা করে পান। এখনও পর্যন্ত এই প্রকল্পে অর্থ দুর্নীতি নিয়ে কোনো রকম খবর সামনে উঠে আসেনি। এদিকে এই আবহে রাজ্যের আরও একটি প্রকল্প এবার অর্থ তছরুপের জালে আটকে পড়েছে।

প্রকল্পে আধার নম্বর বাধ্যতামূলক করার প্রস্তুতি

রাজ্যজুড়ে পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাবের অর্থ প্রদান করা নিয়ে কেলেঙ্কারির ঘটনা সামনে আসতেই স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে একাধিক জায়গা থেকে অভিযোগ উঠতে শুরু করেছে। কখনও কোনো পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে তো আবার কখনও কোনো পড়ুয়ার অ্যাকাউন্টে দ্বিতীয়বার টাকা ঢুকছে। যার ফলে বেশ উদ্বিগ্ন এবং চিন্তায় পড়েছে প্রশাসন।পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠে এসেছে। তাই এবার এই প্রকল্পে অনিয়ম রুখতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে মডেল হিসেবে মেনে এগোতে চলেছে রাজ্য সরকার। পরিকল্পনা নেওয়া হচ্ছে আধার নম্বর বাধ্যতামূলক করার।

বৈঠকে হুঁশিয়ারি মমতার

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ট্যাবের টাকা প্রদানের ক্ষেত্রে একটি বৈঠকের আয়োজন করেছিলেন। সেখানে ট্যাবের টাকা প্রদানের ক্ষেত্রে শিক্ষা দপ্তরকে এই আধার নম্বর সংযুক্তিকরণের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে এদিন শিক্ষা দফতরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আগামী বছর থেকে যেন এই ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে একটিও অনিয়ম না করা হয়।

সঙ্গে থাকুন ➥
X