ডিসেম্বরেই টাকা, কেন্দ্রের ভরসা বাদ দিয়ে আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

Published on:

awas yojana

ইন্ডিয়া হুড ডেস্ক: কেন্দ্রীয় সরকার এর সঙ্গে রাজ্য সরকারের সংঘাত বহু পুরোনো। মাঝে মধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে ঠিকভাবে বরাদ্দ টাকা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিছু দিন আগে DVC-র ছাড়া জল নিয়ে একাধিকবার কেন্দ্রকে কাঠগড়ায় তুলে ধরেছিল। এবং কটাক্ষ করে জানিয়েছিলেন ‘ম্যান মেড বন্যা’। আর এই আবহে ফের আরও একবার সরাসরি দোষারোপ করা হল কেন্দ্রকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অভিযোগ আবাস যোজনার টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। তাই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার এর ওপর ভরসা না করে গতকাল অর্থাৎ বুধবার, নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দফতরের সচিবদের সঙ্গে বৈঠক করা হয়। যেখানে জানানো হয় আগামী ডিসেম্বর মাসের মধ্যেই যথাযোগ্য আবেদনকারীকে আবাস যোজনার টাকা দেওয়া হবে। এছাড়াও প্রশাসনিক সূত্রে খবর, আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে।

কবে থেকে আবেদনকারীরা টাকা পাবে?

গাইডলাইন অনুযায়ী জানা গিয়েছে, আগামী ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে। এবং ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে ১৪ নভেম্বরের মধ্যে। আর সেই সমস্ত তথ্য বিডিও, এসডিও, জেলাশাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকায় দেখানো হবে আগামী ২১ থেকে ২৭ নভেম্বরের মধ্যে। যদি এই সংক্রান্ত তথ্যের উপর কারও কোনো রকম অভিযোগ থাকে তাহলে এইমুহুর্তে সে সেখানে জানাতে পারবেন। এরপর ১৩ ডিসেম্বরের মধ্যে জেলাস্তরের কমিটি সেই তালিকার অনুমোদন দেবে। এবং ২০ ডিসেম্বর থেকে সমস্ত আবেদনকারীকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কারা কারা পাবেন না আবাস যোজনার টাকা?

যে সকল ব্যক্তির আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং যাঁদের ৫ একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না। শুধু তাই নয় জমি ছাড়াও যাঁদের তিন-চার চাকার গাড়ি , তিন-চার চাকার কৃষিজ যন্ত্র রয়েছে তাঁরাও এই আবাসনের টাকা পাবেন না। এছাড়াও কোনো ব্যক্তির মাসিক আয় যদি ১৫ হাজারের বেশি হয় এবং কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে সেই পরিবারগুলি এই প্রকল্পের আওতায় পড়বে না। কিন্তু কেউ যদি এই নিয়মের বিপক্ষে গিয়ে আবেদন করেন তাহলেও পরে ধরা পরে যাবেন কারণ সেই তালিকা খতিয়ে দেখতেই SOP চালু করা হচ্ছে।

এছাড়াও নবান্ন সূত্রে জানা গিয়েছে আবাস যোজনার টাকা রাজ্য সরকার সকলকে দু’দফায় দেবে। প্রথম দফায় ৬০ হাজার দেওয়া হবে। এবং দ্বিতীয় দফায় বাকি টাকা দেওয়া হবে। পাশাপাশি, আবাস যোজনার আওতায় থাকা সমতলের পরিবারগুলিকে ১ লক্ষ ২০ হাজার ও প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করতে চলেছে রাজ্য সরকার। যদিও এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আগামী ডিসেম্বর মাস থেকেই এই টাকা প্রদান করা হবে। তাই সেই অনুযায়ী একই রাখা হয়েছে সেই পরিকল্পনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group