DA-র জন্য কি ঋণ! আরও টাকা নিতে RBI-র দুয়ারে নবান্ন, এবার কত হাজার কোটি?

Published:

rbi nabanna mamata DA
Follow

সহেলি মিত্র, কলকাতা: ফের আরও একবার কয়েক হাজার কোটি টাকার ঋণের জন্য আরবিআই-এর কাছে গেল নবান্ন। আর এবার ঋণের অঙ্কটা হল ৩,৫০০ কোটি টাকা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আর মাত্র কয়েকদিন তারপরেই চলে আসবে ৩০ জুন। আর এই ৩০ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের তরফে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA-র ২৫% মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। এহেন পরিস্থিতিতে অনেকেরই ধারণা, মহার্ঘ্য ভাতার টাকা মেটানোর জন্য বারবার RBI-এর দ্বারস্থ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সত্যি কি তাই? এ বিষয়ে আরো বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির উপর।

RBI- এর কাছ থেকে বিপুল পরিমাণে ঋণ নিচ্ছে সরকার?

The Wall-র রিপোর্ট অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুক্রবার জানিয়েছে, আরও ৩,৫০০ কোটি টাকা ধার নিতে আগামী ২৪ জুন এসজিবি নিলামে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ। এই ঋণের মধ্যে ২,০০০ কোটি টাকা ২৫ বছরের মেয়াদি এবং বাকি ১,৫০০ কোটি টাকা ২৬ বছরের মেয়াদি ঋণ হিসেবে নেওয়া হবে। অর্থাৎ দীর্ঘমেয়াদি প্রকল্পগুলির খরচ মেটাতে এই ঋণ ব্যবহৃত হতে পারে বলে অনুমান।

আরও পড়ুনঃ সেভেন সিস্টার্সের পর এবার ইউনূসের গলায় বঙ্গোপসাগর! সমুদ্রনীতি গড়বে বাংলাদেশ

এদিকে আবার অনেকে দুয়ে দুয়ে চার করছেন। সরকারি কর্মীদের মতে, ডিএ-র টাকা মেটানোর উদ্দেশ্যে দফায় দফায় নিলামে অংশ নিয়ে টাকা তুলছে সরকার। যেহেতু সরকারি কর্মীদের ২৫% ডিএ মেটানোর জন্য সরকারের কমপক্ষে ১০ হাজার কোটি টাকা খরচ হবে, তাই এরকম পদক্ষেপ।

DA মেটাতে পারবে সরকার?

এর আগে জুন মাসের ৩ তারিখ রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে বাজারে ঋণপত্র ছেড়ে ২০০০ কোটি টাকা তুলেছে পশ্চিমবঙ্গ সরকার। তার পর গত ১৭ জুন রাজ্য সরকারের সিকিউরিটির (State Government Security) বিনিময়ে আরও ২০০০ কোটি টাকা ঋণ নিয়েছে রাজ্য। এবার ফের ৩৫০০ কোটি টাকা ঋণ নিচ্ছে। জুন মাসে নবান্ন সবমিলিয়ে মোট ৭৫০০ কোটি টাকা ঋণ নিতে চলেছে। বিশিষ্ট মহল জানাচ্ছে, রাজ্য সরকার এর আগে এক মাসে এত টাকা কোনোদিন ঋণ নেয়নি। এবারে একপ্রকার বিষয়টি নজিরবিহীন। এখন দেখার, সরকার এই টাকা ডিএ মেটানোর জন্য খরচ করে কিনা সেদিকে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join