প্রীতি পোদ্দার, কলকাতাঃ রাজ্যের প্রশাসনিক ক্ষমতায় তৃণমূল আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিধবা ভাতা, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সকল প্রকল্পই বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জনসাধারণের জীবনে।
রাজ্যের প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের!
রাজ্যের একাধিক জনহিতকর প্রকল্পগুলির মধ্যে বার্ধক্য ভাতা (Bardhakya Bhata) প্রকল্পটি অন্যতম। সাধারণত, যে সমস্ত ব্যক্তির বয়স ৬০ বছরের ঊর্ধ্বে এবং যাঁদের কাজ করার ক্ষমতা একদমই নেই, তাঁদেরকেই এই আর্থিক সাহায্য করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। যার ফলে রাজ্যের বয়স্ক মানুষরা বিশেষ আস্থাশীল হয়ে ওঠেন। তবে এবার পুজোর পর এই বার্ধক্য ভাতা নিয়ে সরকার আরও একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
নয়া উদ্যোগে বড় উপকৃত উপভোক্তরা
নবান্ন সূত্রের খবর, এবার নতুন উপভোক্তাদের জন্য বার্ধক্য ভাতা দেওয়ার পদক্ষেপ করা হয়েছে। প্রায় দেড় লক্ষ নতুন উপভোক্তাকে বার্ধক্য ভাতায় যুক্ত করা হবে বলে জানা যাচ্ছে। সেই কারণে দ্রুত এই সমস্ত প্রক্রিয়া শেষ করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যায় সেই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। এই নয়া উদ্যোগের ফলে উপকৃত হবে প্রায় ২০ লাখেরও বেশি মানুষ। এই প্রকল্পের জন্য রাজ্যের ৬০ থেকে ৮০ বছর বয়সী বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য কেন্দ্রও কিছু অর্থ সাহায্য প্রদান করে থাকে।
আরও পড়ুনঃ শুধু সরকারি নয়, এবার বেসরকারি স্কুলেও বিনামূল্যে বই! আবেদনের পদ্ধতি জানাল মধ্যশিক্ষা পর্ষদ
জানা গিয়েছে কেন্দ্রের তরফে ৩০০ টাকা করে দেওয়া হয়। বাকিটা দেয় রাজ্য। তবে শুধুমাত্র ৮০ বছরের বেশি বয়সিদের জন্য কেন্দ্র ৫০০ টাকা করে দিয়ে থাকে। তাই সব মিলিয়ে বলা যায় রাজ্যের কোষাগাড় থেকে মোট ১৫০ কোটি টাকা বার্ধক্য ভাতার জন্য জন্য খরচ করা হয়ে থাকে। এবার সেই প্রকল্পে জুড়ছে আরও ১ লক্ষ ৫০ হাজার বৃদ্ধ-বৃদ্ধাদের নাম। তবে নতুন করে এই ভাতা কারা পাবেন, সেই বিষয় চূড়ান্ত করতে প্রয়োজনীয় সমীক্ষার কাজ শেষ হয়েছে।