শ্বেতা মিত্র, কলকাতাঃ বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে সর্বত্রই সাজো সাজো রব চোখে পড়ছে। ইতিমধ্যে বেশ কিছু জায়গার প্যান্ডেলেও উদ্বোধন হয়ে গিয়েছে। ফলে রাস্তা থেকে শুরু করে কিছু বিখ্যাত প্যান্ডেলগুলোতে সাধারণ মানুষের ঢল চোখে পড়ছে। বিভিন্ন আলোকসজ্জায় সেজে উঠেছে কলকাতা শহর থেকে শুরু করে গ্রাম বাংলার একের পর এক জেলা। তবে এত কিছুর মাঝেও এবার কপাল খুলতে চলেছে রাজ্যের সরকারি কর্মীদের। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার একটানা ১৬ দিন মতন ছুটি পেয়ে যাবেন সকলে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। এমনকি বন্ধ থাকবে নবান্নও। আর শনিবার থেকেই সকলের ছুটি পড়ে গিয়েছে, বন্ধ থাকবে অফিস।
টানা ১৬ দিন ছুটি
গতকাল শুক্রবার শেষ অফিস করেছিলেন সকলে। এরপর আজ শনিবার অর্থাৎ দ্বিতীয়ার দিন থেকে রাজ্যের একের পর এক সরকারি অফিসগুলি বন্ধ থাকতে চলেছে। এমনি তো শনিবার তারপর উইকএন্ড। আবার গতকালও রবিবার পড়েছে। ফলে বিভিন্ন জায়গায় ছুটি তো এমনিতেই থাকে। এরপর সোমবার চতুর্থী থেকে টানা দুর্গাপুজোর ছুটি পেয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। এরপর সামনেই রয়েছে লক্ষ্মীপুজো থেকে শুরু করে কালীপুজো। আর এই বিশেষ দিনগুলির জন্যেও টানা ছুটি পেয়ে যাবেন সরকারি কর্মীরা।
কবে কবে ছুটি থাকবে
জানা গিয়েছে, আগামীকাল ৭ অক্টোবর চতুর্থী থেকে যে ছুটি শুরু হচ্ছে তা চলবে ১৩ অক্টোবর দশমী অবধি। তারপর অতিরিক্ত আরও দুদিন ছুটি থাকছে। আর ১৬ তারিখ থেকে ১৮ তারিখ তিনদিন লক্ষ্মীপুজোর জন্য ছুটি থাকবে। এরপর ১৯ এবং ২০ অক্টোবরও যথাক্রমে শনিবার ও রবিবার। ফলে ছুটি থাকবে অফিস কাছারি। এরপর আবার ৩১ অক্টোবর কালীপুজোর জন্য ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। ফলে সব মিলিয়ে পোয়া বারো হতে চলেছে সকলের।
বন্ধ থাকবে নবান্নও
এদিকে উৎসবের কয়েটা দিন নবান্নও বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। মুখ্যসচিব–সহ কয়েকজন আমলা হয়তো বিশেষ কাজের জন্য দু-একদিন আসবেন। তারপর তাঁরাও আর আসবেন না বলে খবর।