শ্বেতা মিত্র, কলকাতাঃ ভারতে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে কোটিপতি সব শ্রেণির মানুষ বাস করেন। সবাই নিজের বাজেট অনুযায়ী তার সন্তানদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। দেশের শীর্ষ সরকারি স্কুলে ভর্তির হিড়িক পড়ে যায়। এসব বিদ্যালয়ে শিক্ষার মান এত বেশি যে সবাই তাদের সন্তানদের এখানে ভর্তি করাতে চায়। কিন্তু ব্যাপারটা অত সহজ নয়। যাইহোক, একটি রিপোর্টে উঠে এসেছে যে দেশে সরকারি স্কুল থেকে শুরু করে বেসরকারি স্কুলের সংখ্যা লাখে ছাড়িয়েছে। এমনকি বাংলাতেও হু হু করে স্কুলের সংখ্যা বাড়ছে। এমনিতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন শিক্ষানীতি আলাদা। সেখানে বাংলাও কিন্তু ব্যতিক্রম নয়। একদিকে যখন বাংলা শিক্ষাব্যবস্থা নিত্য নতুন পরিবর্তন আসছে সেই সঙ্গে বাংলায় একাধিক স্কুলেরও আবর্তন হচ্ছে। তবে সাম্প্রতিক সময় একটি এমন রিপোর্ট উঠে এসেছে যেখানে কোন রাজ্য স্কুলের সংখ্যায় এগিয়ে রয়েছে সেটা জানা গিয়েছে। আপনিও কি জানতে ইচ্ছুক? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।
কোন রাজ্য এগিয়ে?
এমনিতে যতদিন এগোচ্ছে ততই জাতীয় তথা বাংলার শিক্ষা ব্যবস্থায় একের পর এক পরিবর্তন ঘটছে। আর এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে স্কুলের পড়ুয়াদের ওপর। সে নিত্য নতুন শিক্ষার নীতি হোক কিংবা পরীক্ষার প্যাটার্ন বদল সবকিছুর জেরে মাথা খারাপ হয়ে যাওয়ার জো হচ্ছে স্কুল পড়ুয়াদের। তবে এসবের মাঝেই প্রকাশ্যে এলো কোন রাজ্য স্কুলের নিরিখে এগিয়ে রয়েছে। এক্ষেত্রে কিন্তু নতুন রেকর্ড গড়েছে যোগী রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশ। হ্যাঁ, ডেটা তো অন্তত তো সেটাই বলছে।
UDISEPlus-র তরফে জারি করা ডেটা অনুযায়ী, উত্তরপ্রদেশই এগিয়ে রয়েছে স্কুলের সংখ্যার নিরিখে। মোট ১,৭০,০০০ স্কুল রয়েছে উত্তর ভারতের এই রাজ্যে। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। এই রাজ্যে মোট ৯০,০০০ সরকারি স্কুল রয়েছে।
বাংলার স্থান কততে?
এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে সরকারি স্কুলের নিরিখে বাংলা স্থান কততে? তাহলে জানিয়ে রাখি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পরেই রয়েছে পশ্চিমবঙ্গের নাম। অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলার নাম। বর্তমানে ৮৪,০০০ সরকারি স্কুল রয়েছে সারা রাজ্যে। এই স্কুলের তালিকায় প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব ধরনের স্কুলই রয়েছে। চতুর্থ রাজস্থান। এই মরু রাজ্যে মোট সরকারি স্কুলের সংখ্যা ৮০,০০০। বিহার রয়েছে পঞ্চম স্থানে রয়েছে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক —সব ধরনের স্কুল মিলিয়ে বিহারে স্কুলের সংখ্যা ৭৫,০০০।
ষষ্ঠ স্থানে রয়েছে ওড়িশা। এই রাজ্যে সরকারি স্কুল মিলিয়ে মোট স্কুলের সংখ্যা ৬০,০০০টি। এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশে।
বাংলায় CBSE স্কুলের সংখ্যা কত?
রিপোর্ট অনুযায়ী, এক্ষেত্রেও বাংলার থেকে এগিয়ে উত্তরপ্রদেশ। কেন্দ্রীয় বোর্ড অর্থাৎ সিবিএসই-র অনুমোদন প্রাপ্ত স্কুলগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে মোট ৩২০৯ এমন স্কুল রয়েছে। এদিকে বাংলায় এই সংখ্যা ৩৩৭টি।