খরচ ২৩৮ কোটি, নদিয়া জেলায় ৭০০ কিমির ৪৪৬টি রাস্তা সংস্কার করবে রাজ্য সরকার

Published on:

nadia districts road

সহেলি মিত্র, কলকাতা: সামনেই রয়েছে। আর এই উৎসবের আবহে বাংলার কিছু রাস্তার হাল ফেরাতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। শুরুটা হতে চলেছে নদিয়া (Nadia) জেলাকে দিয়ে। জানা গিয়েছে, ২৩৮ কোটি টাকা খরচের মাধ্যমে জেলা তথা রাজ্যবাসীকে একদম ঝাঁ চকচকে এবং মাখনের মতো রাস্তা উপহার দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

৭০০ কিমি রাস্তা সংস্কার করবে সরকার

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তায় নাজেহাল জেলার বাসিন্দারা। এই নিয়ে সরকারি দফতরে জমা পড়ছিল বহু অভিযোগ। এবার সেই সমস্যা সমাধান করতে সরকার এক ধাক্কায় জেলাজুড়ে ৭০০ কিলোমিটার রাস্তা সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, জনপ্রতিনিধিদের কাছে এবং অন্যান্য মাধ্যমে আসা অভিযোগের ভিত্তিতে প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। জেলার মোট ৪৪৬টি রাস্তা সংস্কার করা হবে। এর জন্য প্রয়োজন প্রায় ২৪০ কোটি টাকা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এই কাজ করবে।

রাজ্যের খরচ হবে ২৪০ কোটি টাকা

বর্তমান পত্রিকার রিপোর্ট অনুযায়ী, এই সংস্কার কর্মসূচির আওতায় মোট ৭০০ কিলোমিটার রাস্তার সংস্কার করা হবে। নদিয়া জেলার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অনুপকুমার দত্ত জানিয়েছেন, জেলাজুড়ে রাস্তাঘাটের সমীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। আর্থিক অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে বলে জানান। বিভিন্ন ধাপে হবে এই কাজ বলে খবর। এই যেমন প্রথমে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে জেলার বিভিন্ন ব্লক ও গ্রামীণ এলাকার ৫০৬টি রাস্তা সংস্কারের আবেদন জমা পড়ে। সেই আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসনকে সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়।

সমীক্ষায় উঠে আসে, এর মধ্যে ৪৪৬টি রাস্তা মারাত্মক ক্ষতিগ্রস্ত এবং অতি দ্রুত সেগুলির সংস্কার প্রয়োজন। এর মধ্যে ৩৪১টি পিচের রাস্তা এবং ১০৫টি কংক্রিটের রাস্তা। সেই কাজগুলি করা হবে। আর এই কাজ করতে খরচ হবে প্রায় ২৩৮ কোটি টাকা। বাকি টাকাও কাজে লাগানো হবে। ইতিমধ্যেই খসড়া বাজেট তৈরি করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে জমা দেওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥