প্রীতি পোদ্দার, মেদিনীপুর: অনেকদিন ধরেই মেদিনীপুরের বাসিন্দাদের তরফে রাস্তা দুর্যোগ নিয়ে নানা রকমের অভিযোগ শোনা গিয়েছিল। এমনিতেই সকলের দিকে অফিস, কলেজ, স্কুলে যাওয়ার তাড়া থাকে। সেই সময় এই সরু রাস্তা দিয়ে যেতে অনেকের ১০ মিনিটের জায়গায় ২০ মিনিটের বেশি সময় লাগে। বৃষ্টির দিনে পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ে পৌঁছয়। তাই এই সমস্যার হাত থেকে বাঁচতে অনেকবার প্রশাসনকে জানানো হলেও কোনো সমাধানের পথ বের করা হয়নি। তবে এবার নড়ে চড়ে বসল প্রশাসন। সমস্যার সমাধান মেটাতে এবার রাস্তা চওড়া করার পরিকল্পনা (Renovating 4 Roads in Midnapore) নিতে চলেছে।
রাস্তা সংস্কারের জন্য বৈঠক প্রশাসনের
সূত্রের খবর, মেদিনীপুরের রাস্তা যানজট এড়াতে এবার প্রশাসন চারটি রাস্তা সংস্কার করতে চলেছে। যার জন্য খরচ হতে চলেছে ৮০ কোটি টাকা। এর মধ্যে দু’টি রাস্তা সম্প্রসারিত হবে। এবং বাকি দু’টি রাস্তারও কিছু অংশ চওড়া করা হবে। মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, পথসুরক্ষা নিয়ে ইতিমধ্যে কাউন্সিলর এবং মন্ত্রিসভার সঙ্গে এক প্রশাসনিক বৈঠক হয়েছে। এছাড়াও প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরাও এই বৈঠকে অংশগ্রহণ করেছে। সেখানেই রাস্তা সংস্কারের নানা পরিকল্পনা করা হচ্ছে। বেশকিছু রাস্তা সংস্কার চলছে। আশা করা হচ্ছে, এবারে স্থানীয়দের সকল সমস্যার অবসান ঘটবে।
সংস্কারের কাজে খরচ কোটি কোটি টাকা
বৈঠক সূত্রে জানা গিয়েছে মেদিনীপুর শহরের সিপাইবাজার থেকে কেরানিতলা অবধি রাস্তা সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেখানে প্রশাসনের তরফে প্রায় ১৪ কোটি টাকা খরচ হতে চলেছে। এছাড়াও শহরের ফ্লাইওভার থেকে গোপগড় অবধি রাস্তা চওড়া করা হচ্ছে। যার জন্য প্রায় ৩০ কোটি টাকা খরচ হচ্ছে। এছাড়া, গড়বেতা-১ ব্লকের ধাধিকা মোড় থেকে কল্যাণচক পর্যন্ত রাস্তা ৩০কোটি টাকায় সংস্কার হবে। এবং শহরের জর্জ কোর্ট থেকে আমতলা অবধি রাস্তা সংস্কার ও চওড়া করা হবে। এতে প্রায় ৬ কোটি টাকা খরচ হবে।
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডারের ১২০০ নয়, মহিলারা পাবেন মাসে ২৫০০ টাকা! আজ থেকেই শুরু রেজিস্ট্রেশন
প্রসঙ্গত, মেদিনীপুরে যেখানে যেখানে রাস্তাঘাটে যানজটের সমস্যায় ভুগছে জনজীবন সেখানকার জায়গা গুলিকে টার্গেট করা হয়েছে সংস্কারের জন্য। যার মধ্যে অন্যতম হল শহরের কালেক্টরেট মোড়, তাঁতিগেড়িয়া, জগন্নাথ মন্দির চক, গান্ধীর মোড়, বটতলা, স্কুলবাজার, বিদ্যাসাগর মোড়, বড়বাজার ইত্যাদি এলাকা। এছাড়া, রাস্তার ধারে দখলদারির জেরে যানজট সমস্যা আরও বাড়ছে। সেজন্য বছরের শুরু থেকেই দফায় দফায় বৈঠক করেছেন প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |