পিছলেও DA মামলা নিয়ে এল বিরাট সুখবর, মুখে হাসি ফুটতে চলেছে সরকারি কর্মীদের

Published on:

WB DA Case

সৌভিক মুখার্জী, কলকাতা: বহু প্রতীক্ষার ইতি টেনে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে। হ্যাঁ, এবার ইঙ্গিত দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি (WB DA Case) আজ না হলেও আগামী শুক্রবার হতে চলেছে বলেই খবর। আদালতের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন যে, এই দিনই হতে পারে মামলার চূড়ান্ত শুনানি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আবারও পিছোল মামলা শুনানি

প্রসঙ্গত জানিয়ে রাখি, আজ মঙ্গলবার ঠিক দুপুর 2 টোই সুপ্রিম কোর্টের বিচারপতির সঞ্জয় করোল এবং মনোজ মিশ্রের বেঞ্চে এই ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে বিশেষ কিছু কারণে শুনানি পিছিয়ে যায়। বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন যে, আমরা সকলে হাজির ছিলাম। তবে কোর্টের কিছু সমস্যার কারণে আজ শুনানি সম্ভব হলো না। আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে এবং এটি আর পিছিয়ে দেওয়া হবে না বলেই আশ্বাস দিয়েছেন তিনি।

আড়াই বছরে 18 বার পিছোল শুনানি

প্রসঙ্গত, এই মামলাটি গত আড়াই বছর ধরে চলছে। এমনকি 18 বার শুনানি পিছিয়েছে। আর প্রতিবারই বিভিন্ন কারণের ছুঁত দিয়ে মামলার সময় বদলিয়েছে, বদল হয়েছে বিচারপতিও। 2016 সাল থেকে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী ডিএ প্রদান সংক্রান্ত এই মামলা SAT থেকে শুরু হয়ে কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রসঙ্গতা, প্রথমবার SAT-এ রাজ্য সরকার জয় পেয়েছিল। এমনকি পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও কর্মচারীদের পক্ষ একের পর এক জয় এসেছিল। তবে বাস্তবে আজও পূর্ণাঙ্গ ডিএ পায়নি সরকারি কর্মচারীরা।

একের পর এক বিচারপতির অবসর

এই মামলার শুনানির গতি থেমে যাওয়ার প্রধান কারণ বিচারপতিদের অবসর এবং বেঞ্চ পরিবর্তন। প্রসঙ্গত, 2022 সালে যখন এই মামলাটি সুপ্রিম কোর্টের বেঞ্চে গড়ায়, তখন বিচারপতি ছিলেন দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়। তবে মামলাটি এ বেঞ্চ থেকে ও বেঞ্চে গিয়ে গিয়ে অবশেষে এখানে এসে ঠেকেছে। সূত্রের খবর, সাম্প্রতিক বেঞ্চে অন্তর্ভুক্ত বিচারপতি ঋষিকেশ রায় 2025 সালের 1 জানুয়ারি অবসর নিয়েছেন।

আরও পড়ুনঃ বড় অ্যাকশন! পাকিস্তানের পর এবার চিন, তুর্কির উপর ডাণ্ডা চালাল ভারত

আন্দোলনকারীদের পাশে আছেন আইনজীবী

সরকারি কর্মচারীদের সঙ্গে যুক্ত এই আন্দোলনে শামিল হওয়া মানুষদের উদ্দেশ্যে বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, আমি জানি যে এই মামলার জন্য অনেক খরচ এবং মানসিক চাপও সহ্য করতে হচ্ছে। তবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একমাত্র একতা এবং ধৈর্য দিয়েই এই মামলার জয় পাওয়া যাবে।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, আগামী শুক্রবার অর্থাৎ 17 মে এই মামলার চূড়ান্ত শুনানি হবে এবং এবার আর মামলা পিছনো হবে না বলেই আশ্বাস। এখন সকলের নজর শুক্রবারের দিকে। দেখা যাক মামলার শুনানিতে কি রায় আসে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group