সহেলি মিত্র, কলকাতা: ফের একবার পথে নামলেন চাকরিহারারা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬, ০০০ শিক্ষক থেকে শুরু করে শিক্ষা কর্মীরা। বাতিল হয়েছে ২০১৬ এসএসসি প্যানেল (SSC)। সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেজ্ঞ জানিয়ে রাজ্য সরকার যেই পিটিশন ফাইল করে তার মাধ্যমে যেই যেই শিক্ষকরা টেন্টেড তারা ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ পাচ্ছেন কিন্তু শিক্ষা কর্মী যারা তাদের জন্য কোন কিছু বলা হয়নি। আপাতত তাঁরা কেউই কাজে যোগ দিতে পারেননি। ফলে এবার বিভিন্ন দাবিতে পথে নামলেন শিক্ষা কর্মীরা।
পথে নামলেন শিক্ষা কর্মীরা
শিক্ষকর্মীদের দাবি, তাঁদেরও কাজে ফেরানোর ব্যবস্থা করতে হবে। শিক্ষকরা যেভাবে কাজ করছেন, বেতন পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রেও একই ব্যবস্থা করতে হবে। তাঁদের দাবি, রাজ্য সরকারের উচিত যোগ্য এবং যোগ্যদের লিস্ট প্রকাশ করার। কারণ যোগ্যরা পরীক্ষায় বসতে পারবে। ২০১৬ সালের গ্রুপ C ও গ্রুপ D-এর চাকরিচ্যুত প্রার্থীরা করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন।
চাকরিহারাদের দাবি, তাঁরা দীর্ঘ দু মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না। এদিকে সম্প্রতি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে SSC নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের অন্য দফতরে নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ কী ভাবে নয়া পাঠ্যক্রমে পড়াশোনা? এবার শিক্ষকদের প্রশিক্ষণ দেবে মধ্যশিক্ষা পর্ষদ
চাকরিহারাদের জন্য বিশেষ ভাতার ঘোষণা
শুধু তাই নয়, চাকরিহারা গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি কর্মীদের জন্য বিশেষ ভাতার ঘোষণা করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি-কে ভাতার জন্য আমরা জানিয়েছিলাম। একটা স্কিম তৈরি করেছি। সংসার চালানোর জন্য লেবার দফতরের অধীনে ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড’ এবং ‘সোশ্যাল সিকিউরিটি’ অন্তর্গত এই ভাতা দেওয়া হবে। ১ এপ্রিল থেকে মাসে গ্রুপ সি ২৫ হাজার এবং গ্রুপ ডি ২০ হাজার করে বেতন পাবে।’