বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি মতোই সংস্কার হয়েছে দেশের GST কাঠামোয়। যার সুফল পাচ্ছেন দেশবাসী। একদিকে, GST-র স্ল্যাব চার থেকে কমে দুই অর্থাৎ 5 এবং 18 শতাংশ হাওয়ায় দুধ, দই, পনির থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য শ্যাম্পু, সাবান তেল সহ ইলেকট্রিক দ্রব্য, ছোট গাড়ি থেকে একাধিক পণ্যের দাম কমেছে।
অন্যদিকে, GST ব্যবস্থায় বদল আশায় দাম বেড়েছে পান মশলা, বিভিন্ন নেশার দ্রব্য, অ্যালকোহল, চিনিযুক্ত পানীয় এবং বিলাসবহুল পণ্যের। একই সাথে বেড়েছে ডিয়ার লটারির সন্ধ্যা 6টার টিকিটের দামও। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দাম বাড়ানোর পাশাপাশি চড়া GST-র কারণে রাজ্যের লটারি ব্যবসা ধাক্কা খাওয়ায় (GST On Dear Lottery) ডিয়ার লটারির পুরস্কার মূল্য 1 কোটি টাকা থেকে কমিয়ে 50 লক্ষ টাকা করে দিয়েছে সংস্থা। আর তাতেই কার্যত মাথায় হাত বিক্রেতা থেকে শুরু করে নিত্যদিনের ক্রেতাদের।
লটারির পুরস্কার মূল্য কমে যাওয়ায় বিপাকে ক্রেতারা
বদলেছে দেশের GST কাঠামো। যার প্রভাব সরাসরি পড়েছে দেশের লটারি ব্যবসায়। দাম বাড়ার পাশাপাশি লটারির পুরস্কার মূল্য 1 কোটি থেকে 50 লক্ষে নেমে আসায় লটারি বিমুখ হয়ে পড়েছেন বহু ক্রেতা। এ প্রসঙ্গে চোপড়ার এক লটারি বিক্রেতা জানান, ‘GST-র কোপ পড়েছে আমাদের ব্যবসায়। যার কারণে টিকিটের দাম যেমন বেড়েছে, তেমনই পুরস্কার মূল্য 1 কোটির জায়গায় হয়ে গিয়েছে 50 লক্ষ। এতে অনেক ক্রেতাই লটারি থেকে আগ্রহ হারাচ্ছেন। আগে যেখানে মানুষ 1 কোটি টাকা জেতার নেশায় লটারি কাটতেন, বর্তমানে সেই হিরিক আর নেই।’
আরেক লটারি বিক্রেতার দাবি, ‘লটারি দাম বেড়েছে এদিকে পুরস্কার মূল্য কমেছে। এতে ক্রেতারা যথেষ্ট চিন্তিত। অনেকেই লটারি কাটা কমিয়ে দিয়েছেন। যার ফলে ব্যবসার অবস্থায় বেজায় খারাপ।’ এক লটারি ক্রেতার কথায়, দাম বেড়েছে এদিকে পুরস্কার মূল্য কমেছে। তাহলে কেন লটারি কিনব? এখানে তো আমাদের লাভের কোনও জায়গাই দেখছি না।’ সব মিলিয়ে, GST-র ধাক্কায় উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক জেলায় লটারির বিক্রি অনেকটাই কমেছে।
অবশ্যই পড়ুন: গম্ভীরের বদলে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের কৃতিত্ব দ্রাবিড়কে দিলেন রোহিত শর্মা
উল্লেখ্য, ডিয়ার লটারির সন্ধ্যে 6 টার ন্যূনতম মূল্যের টিকিটের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 35 টাকা করা হয়েছে। তাতে যেটুকু যা লটারি বিক্রি হচ্ছে তাতেও সমস্যায় পড়েছেন বিক্রেতারা। তাদের একটা বড় অংশের দাবি, পুরস্কারের মূল্য কমেছে তার উপর লটারির সাধারণ টিকিটের দাম 35 টাকা করা হয়েছে। এতে অনেকের কাছে খুচরো 5 টাকা না থাকায় 30 টাকা দিয়েই চলে যাচ্ছেন। কেউ কেউ খুচরোর সমস্যার কারণে টিকিট কিনতে এসেও ফিরে যাচ্ছেন।