উচ্ছেদ অভিযানের মাঝেই হকারদের জন্য নয়া নিয়ম, কড়া নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

Published on:

firhad hakim

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর লোকসভা ভোটের পরেই কলকাতা জুড়ে হকার উচ্ছেদ নিয়ে তোলপাড় কাণ্ড শুরু হয়েছিল রাজ্যজুড়ে। যদিও রাজ্য সরকারের পদক্ষেপেই এই উচ্ছেদ পর্ব শুরু হয়েছিল। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা শহর ও শহরতলি এলাকার হকারদের জন্য সুস্পষ্ট নীতি তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন। আর সেই অনুযায়ী কলকাতা পুরসভা হকারদের নিয়ে একটি সমীক্ষা রিপোর্ট তৈরি করে পুরসভার কাছে জমা দিয়েছে।

হকারদের বিরুদ্ধে বড় অভিযোগ

আর সেই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে পুজোর পর হকার উচ্ছেদ করা হবে। যার ফলে বেশ চিন্তায় পড়েছেন হকাররা। কিন্তু এই আবহে এ বার হকারদের ডালা নিয়ে সরাসরি অভিযোগ জমা পড়ল কলকাতা পুরসভায়। জানা গিয়েছে হকাররা গোটা দিন কেনা বেচা করার রাতে হকারেরা তাঁদের ডালা রেখে চলে যাওয়ায় এলাকা সাফাইয়ের কাজে নানা সমস্যা দেখা দেয়। তাতে স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার মধ্যে পড়তে হয়। আর সেই সমস্যা এবার নির্মূল করতে বড় নীতি গ্রহণ করল KMC।

বড় সিদ্ধান্ত মেয়রের

গত শনিবার, ‘টক টু মেয়র’ কর্মসূচি চলাকালীন বাগড়ি মার্কেট এলাকা থেকে ফোনে এমন অভিযোগ আসায় মেয়র ফিরহাদ হাকিম সিদ্ধান্ত নিয়েছেন যে এ বিষয়ে শীঘ্রই কলকাতা পুরসভা একটি নির্দেশিকা জারি করবে। যেখানে জানিয়ে দেওয়া হবে, কোনও হকার তাঁর ডালা-সহ ব্যবসায়িক সরঞ্জাম রাতে কোনও ফুটপাথে যেন রেখে না যায়। বেচাকেনা করার পর তাঁদের সেই সব জিনিস নিয়ে যেন চলে যায়। পরদিন আবারও ডালা রেখে ব্যবসা করতে পারবেন তাঁরা। কোনও কারণে যদি এই নির্দেশ না মানা হয় তাহলে পুরসভা হকারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

পুরসভার এক আধিকারিকের কথায়, ‘‘শহরে কোনও নীতি তৈরি হলে তা গোটা শহরের জন্যই প্রযোজ্য হয়। তাই বাগড়ি মার্কেট এলাকার জন্য হকারদের নীতি তৈরি হলে, তা গোটা শহরের হকারদের জন্যই কার্যকর হবে বলেই আমরা মনে করছি।’’

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥