সৌভিক মুখার্জী, কলকাতা: 42 বার ছুরি চালিয়ে খুন করেছিল প্রেমিকাকে! হ্যাঁ, বহরমপুরের সেই রক্তমাখা প্রেমের কাহিনী নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল আদালত। সূত্রের খবর, কলেজ ছাত্রী সুতপা চৌধুরীর হত্যা (Berhampore Murder Case) মামলায় দোষী সাব্যস্ত প্রেমিক সুশান্ত চৌধুরীর ফাঁসির সাজা খারিজ করে এবার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টে স্পষ্ট জানিয়ে দিয়েছে, 2062 সালের মে মাসের আগে সুশান্ত কোনোভাবেই আর সাজা কমানোর আবেদন করতে পারবে না। অর্থাৎ, কমপক্ষে 40 বছর তাকে জেলে পচে মরতে হবে। এছাড়াও বিচারপতি নির্দেশ অনুযায়ী, তাকে 50 হাজার টাকা জরিমানাও গুনতে হবে।
কী হয়েছিল সেদিন?
দিনটা ছিল 2022 সালের 2 মে। বহরমপুর শহরের একটি মেস বাড়ির সামনের ঘটনা। কলেজ পড়ুয়া সুতপা চৌধুরীকে 42 বার ছুরি দিয়ে আঘাত করে খুন করেছিল তার প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরী। সে সময় প্রত্যক্ষদর্শীদের মুখে কুলুপ আঁটাতে সুশান্ত একটি খেলনা বন্দুকেরও ব্যবস্থা করে। জানা গিয়েছে, ওই বন্দুকটি সে আগেভাগেই অনলাইনে থেকে অর্ডার করেছিল।
কীভাবে ধরা পড়েছিল খুনি?
খুন করার পর সুশান্ত পুলিশকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা বয়ান দিয়েছিল বলে খবর। কিন্তু পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল তথ্য। ফরেন্সিক রিপোর্ট এবং সাক্ষীদের বয়ানে স্পষ্ট হয়ে যায় যে, ওই খুন ছিল পূর্বপরিকল্পিত এবং প্রতিশোধের আগুনে এই কাজ করেছে সুশান্ত। এর পরে ২০২৩ সালের আগস্ট মাসে বহরমপুরের আদালতে সুশান্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ ২৫০ যাত্রী নিয়ে ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট! ভয়াবহ দুর্ঘটনা আহমেদাবাদে
হাইকোর্টে সুশান্তর আর্জি এবং আদালতের রায়
তবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে সুশান্ত আপেল করেছিল। বিচারপতি দেবাংশু বসাক এবং তার ডিভিশন বেঞ্চ মামলাটিকে নতুন করে পর্যালোচনা করে। অবশেষে বুধবার আদালত জানায় যে, এই হত্যাকাণ্ড ভয়াবহ হলেও সুশান্তের ফাঁসি হবে না, বরং আমৃত্যু জেলই উপযুক্ত তার সাজা। তবে এতে কোনোরকম সহানুভূতির জায়গা নেই। কারণ রায়ে স্পষ্ট বলা হয়েছে যে, ৪০ বছরের আগে সে কোনোভাবেই মুক্তি পাবে না।
সুতপার পরিবারের দাবি, তারা আদালতের রায়ে স্বস্তি পেয়েছে। কারণ মানুষটা সমাজের বাইরে থাকবে এবং তিলে তিলে জেলে কষ্ট পেয়ে মরবে। এমনকি সে কাউকে ক্ষতিও করতে পারবে না। তাদের দাবি, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সুশান্ত সুতপার ওপর মানসিক নির্যাতন চালিয়েছিল এবং একাধিকবার হুমকিও দিয়েছিল। আর এবার হাতেনাতে জবাব পেয়েছে।