ভাতা কমেছে ৪০০ টাকা, অথচ কাজ দ্বিগুণ! ফিরহাদকে ঘিরে বিক্ষোভ KMC-র স্বাস্থ্যকর্মীদের

Published on:

Kolkata Municipal Corporation

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর সময় ভাতা কমে যাওয়ায় ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা! বেতন একধাক্কায় কমার পাশাপাশি বেড়ে গিয়েছে কাজের চাপ! তাই এবার মেয়র ফিরহাদ হাকিম ঘিরেই চরম বিক্ষোভ দেখালেন স্বাস্থ্যকর্মীরা। কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) অন্দরেই মেয়র ফিরহাদ হাকিমকে আটকে রেখে প্রতিবাদ জানায় তাঁরা। এমতাবস্থায় বিষয়টি নিয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনার আশ্বাস দিলেন মেয়র।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার, সন্ধ্যায় কলকাতা পৌরনিগমের নিজের চেম্বার থেকে যখন ফিরহাদ হাকিম বেরিয়ে এসে নিজের গাড়িতে উঠতে যাবে তার আগে পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের অন্তর্গত স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা সংক্রান্ত সমস্যার অভিযোগের মুখে পড়েন তিনি। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৯ সালে যখন কলকাতা পৌরনিগমের ১৪৪টি ওয়ার্ডের অন্তর্গত এলাকায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কাজকর্মের জন্য নিযুক্ত করা হয়েছিল, সেই সময় পুজোর সময় অতিরিক্ত কাজ করার জন্য দৈনিক ৫০০ টাকা ভাতা দেওয়া হত। কিন্তু ২০২১ সাল থেকে সেই ভাতার অঙ্ক ৫০০ থেকে কমিয়ে মাত্র ১০০ টাকা করে দেওয়া হয়। যা নিয়ে বাড়তে থাকে বিপুল ক্ষোভ।

আলোচনার আশ্বাস বিক্ষোভকারীদের

জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত শহরে স্বাস্থ্য সম্পর্কিত কাজের জন্য কর্মীদের নিয়োগ করা হয়ে থাকে। সেক্ষেত্রে এই ধরনের কর্মীদের মোট খরচের মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক ৬০ শতাংশ বহন করে। এবং কলকাতা পৌরনিগম ৪০ শতাংশ টাকা বহন করে। কিন্তু এবার সেই ভাতার পরিমাণ একধাক্কায় ৪০০ টাকা কমিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, ভাতা কমার পাশাপাশি কাজের পরিমাণও দ্বিগুণ বেড়ে যায়। তাই এবার সেই দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। শেষমেষ মেয়র আশ্বস্ত করেন যে আগামী বুধবার এই বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আলোচনায় বসবেন। ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, “জাতীয় স্বাস্থ্য মিশনের নিয়মের বাইরে গিয়ে আমরা টাকা দিতে পারি না। যেটুকু টাকা দেওয়া হচ্ছে, তা মানবিক স্বার্থে। তবে সমস্যা মেটাতে আলোচনা করব।”

আরও পড়ুন: ফেসবুকে সক্রিয় তবুও অধরা! গুলশান কাণ্ডের মূল মাথা মিনি ফিরোজকে নিয়ে চাপে পুলিশ

অন্যদিকে বাংলার অস্মিতাকে শান দিতে এবং বাংলা ভাষাকে গুরুত্ব দিতে বড় পদক্ষেপ ও সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে এবার থেকে কলকাতা পুরসভার তরফে বিল্ডিং প্ল্যানের অনুমোদিত নকশা মিলবে বাংলায়। সম্প্রতি কলকাতা পুরসভার টক টু মেয়রের সাংবাদিক বৈঠকের শুরুতেই এমনই আপডেট দিয়েছেন ফিরহাদ হাকিম। এদিন বাংলা ভাষায় অনুমোদিত বিল্ডিং প্ল্যানের নকশাও প্রকাশ্যে এনেছেন। এমতাবস্থায় স্বাস্থ্য কর্মীদের বেতন ভাতা নিয়ে আরও এক সমস্যার মুখে পড়লেন মেয়র।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥