সুপ্রিম কোর্টে জোড়া ধাক্কা, বহাল হাইকোর্টের রায়! পিছল OBC, SSC মামলার শুনানি, ফের কবে?

Published on:

ssc case supreme court

শ্বেতা মিত্র, কলকাতাঃ SSC মামলায় ফের একবার নয়া মোড়। নতুন বছরের শুরুতেই সুপ্রিম কোর্টে একপ্রকার রামধাক্কা খেলেন হাজার হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীরা। আজ মঙ্গলবার নতুন করে মামলার শুনানি পিছিয়ে গেল বলে খবর। আজ মঙ্গলবার বাংলার সরকার ও সরকারী কর্মীদের জন্য বিশেষ দিন। একদিকে যখন সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি রয়েছে, ঠিক তেমনই প্রায় ২৬,০০০ চাকরি বাতিলের মামলার শুনানিও ছিল। ডিএ মামলা সংক্রান্ত কোনও আপডেট প্রকাশ্যে না এলেও চাকরি বাতিলের শুনানি নিয়ে প্রকাশ্যে এসেছে বড় খবর। আজ নতুন করে পিছিয়ে গেল সেই মামলার শুনানি বলে খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফের পিছল এসএসসি মামলার শুনানি

চাকরিহারা প্রায় ২৬,০০০ শিক্ষকের ভবিষ্যৎ ঠিক কী? তা আজকের শুনানিতে স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছিল। যদিও সেই মামলার শুনানি নতুন করে পিছিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। মামলা উঠেওছিল বেঞ্চে। তবে শেষ মুহূর্তে সকলকে চমকে দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি জানান, মামলায় আরও কিছু তথ্য জমার প্রয়োজন রয়েছে। এরপরেই নির্দেশ দেন, আজই সিবিআইকে মামলার রিপোর্ট জমা দিতে হবে।

এখন নিশ্চয়ই ভাবছেন যে পরবর্তী শুনানি কবে? জানা যাচ্ছে, আগামী ১৫ জানুয়ারি এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব পক্ষ হলফনামা জমা দেবে ১৫ তারিখের মধ্যে। সেদিনই দুপুর ২টোর মধ্যে মামলার শুনানি হবে বলে খবর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

হাইকোর্টের নির্দেশে বাতিল প্রায় ২৬,০০০ চাকরি

উল্লেখ্য, ২০২৪ সালে কলকাতা হাইকোর্টের তরফে আস্ত প্যানেলই বাতিল করে দেওয়া হয়েছিল। বাতিল করা হয়েছিল ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়া। ওএমআর শিটে অনিয়ম খুঁজে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার কর্তৃপক্ষকে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ অবৈধ করার জন্য পুরো বাছাই প্রক্রিয়া বাতিল করা হবে নাকি ভুল নিয়োগের নির্দিষ্ট মামলার সিদ্ধান্ত নেওয়া হবে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছিল।

পিছিয়ে গেল ওবিসি মামলার শুনানিও

শুধুমাত্র এসএসসি চাকরি বাতিলের মামলাই নয়, এদিন সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল OBC মামলার শুনানিও। গত ২০২৪ সালের ২২ মে কলকাতা হাইকোর্ট-এর  বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায়। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরও। এদিকে আজ সেই মামলার শুনানি ছিল। যদিও তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জানুয়ারি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group