প্রীতি পোদ্দার, কলকাতা: অপেক্ষা করেও হল না লাভ! কলকাতা হাই কোর্টে OBC শংসাপত্র নিয়ে আদালত অবমাননার মামলার শুনানি পিছিয়ে গেল! এদিকে হাইকোর্টের সাম্প্রতিক রায়ের পরেও রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তির প্রক্রিয়ায় OBC সংরক্ষণ চালু রাখা হয়েছে, এই অভিযোগে তিতিবিরক্ত রাজ্য সরকার। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করল প্রশাসন। জানা গিয়েছে একই দিনে এই দুই মামলার শুনানি শোনা হবে।
পিছিয়ে গেল শুনানি!
প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে গতকাল অর্থাৎ শুক্রবার ছিল কলকাতা হাই কোর্টে OBC শংসাপত্র নিয়ে আদালত অবমাননার মামলার শুনানি। আর এই মামলার শুনানি ছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। সকলেই অপেক্ষা করেছিল শুনানি নিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মামলার শুনানি পিছিয়ে গেল। আদালতের তরফে জানানো হয়েছে আগামী ১৬ জুলাই OBC শংসাপত্র নিয়ে আদালত অবমাননার মামলাটি শুনবে হাই কোর্ট।
এছাড়াও আদালতের তরফে জানানো হয়েছে যে আগামী ১৬ জুলাই OBC মামলার সঙ্গে সম্পর্কিত অন্য আবেদনগুলিও শোনা হবে। অর্থাৎ রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স নিয়ে বিচারপতি কৌশিক চন্দ যে রায় দিয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য।
ওইদিন সেই মামলাও এই ওবিসি শংসাপত্র নিয়ে আদালত অবমাননার মামলার সঙ্গেই শোনা হবে। রিপোর্ট মোতাবেক আগেই রাজ্য সরকার OBC A এবং OBC B ভাগ করে জয়েন্ট এন্ট্রাসে ভর্তির প্রক্রিয়া শুরু করেছিল।
রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য
কিন্তু সেই ভর্তির প্রক্রিয়া নিয়ে বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছিল যে, ২০২৪ সালের মে মাসে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, তা মেনেই ভর্তির প্রক্রিয়া করতে হবে। অর্থাৎ OBC সংরক্ষণ নিয়ে যে রায় রয়েছে, তা মানতে হবে। এদিকে রাজ্যের বক্তব্য, জয়েন্ট এন্টান্সের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল রায় ঘোষণা হওয়ার আগের মাসে। কিন্তু বিচারপতি চন্দ রায় দেন ২০২৪ সালের ২২ মে। তাই তারা বিচারপতি চন্দের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়।
আরও পড়ুন: ‘হারবে রাজ্য, ২৫% নয়, দিতে হবে সবটাই’, সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির আগে বড় দাবি
কী বলছেন রাজ্যের AG?
এই প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা AG কিশোর দত্ত জানিয়েছেন, ‘‘আগামী ১৪ জুলাই সুপ্রিম কোর্ট খুলছে। ইতিমধ্যেই OBC নিয়ে আমরা আবেদন করেছি। যে দিন শীর্ষ আদালত খুলবে, সে দিনই আমরা দৃষ্টি আকর্ষণ করব। শুধু দেখার পালা যে সুপ্রিম কোর্টে কী হয়।’’
অন্যদিকে জানা গিয়েছে OBC সংক্রান্ত মামলা আগামী ১৬ জুলাই শুনবে কলকাতা হাই কোর্ট। অন্যদিকে OBC সংক্রান্ত রাজ্যের নতুন বিজ্ঞপ্তির উপর আগামী ৩১ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |