প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আর বাকি মাত্র কয়েকটা দিন, প্রায় শেষ প্রস্তুতি চলছে মণ্ডপগুলির, কিন্তু এবার সেই প্রস্তুতি পুরোপুরি ভেস্তে গেল তুমুল বৃষ্টির জেরে। দুর্গাপুজোর আগেই নিম্নচাপের ঘনঘটা তৈরি হয়েছে বাংলার আকাশে। গতকাল রাতভর পাঁচ ঘণ্টার ব্যবধানে রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে কলকাতার (Kolkata) অধিকাংশ এলাকা। ব্যাহত হয়েছে যান চলাচল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাসপাতালে ঢুকে গিয়েছে জল
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই কমবেশি এক টানা বৃষ্টিতে মহাসমস্যার মধ্যে পড়েছেন শহরবাসী। বিভিন্ন গলিপথও জলমগ্ন হয়ে পড়েছে। বহু বাড়ি ও গাড়ি রীতিমত জলের নীচে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে সব রাস্তায় আগে কখনও জল জমেনি, সেই রাস্তাও জলের নীচে। এই সব এলাকা থেকে জল বার করার চেষ্টাও শুরু হয়েছে। শহরের একাধিক মেডিক্যাল কলেজে ও হাসপাতালে জল ঢুকে গিয়েছে। তবে যেহেতু দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, তাই জল নামতে দেরি হচ্ছে। জলমগ্ন এসএসকেএম হাসপাতালের সামনে রাস্তাও।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৪
এদিকে কলকাতার একাধিক জায়গায় জমা জলে ছিঁড়ে পরে রয়েছে বিদ্যুৎ এর তার, যার জেরে এখনও পর্যন্ত মোট ৪ জায়গা থেকে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বেনিয়াপুকুর, বালিগঞ্জ প্লেস, কালিকাপুর আর নেতাজি নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মোট চার জনের। CESC-কে ওই এলাকাগুলিতে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয়েছে৷ তারপর দেহ উদ্ধার করেছে দমকল। বারংবার কলকাতা পুরসভা থেকে জানানো হয়েছে যে প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না বের হন কারণ অনেক জায়গায় মিটার বক্স খুলে থাকার বিপদের মুখে পড়েছে বেশ কয়েকটি এলাকা।
আরও পড়ুন: দুর্গাপুজোয় সামান্য খরচে গোটা উত্তরবঙ্গ ঘোরাবে NBSTC! প্যাকেজ কত?
বিঘ্নিত রেল পরিষেবা!
অন্যদিকে কলকাতা এবং শহরতলিতে রাতভর একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে রেল পরিষেবা। টানা বর্ষণের জেরে শিয়ালদহ স্টেশনের কাছে রেললাইনে জল জমে গিয়েছে। তার জেরে সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ ইয়ার্ড, চিৎপুর উত্তর কেবিন-সহ বেশ কিছু কারশেড জলমগ্ন হয়ে পড়েছে। পাম্প করে সেই জল বের করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি বনঁগা এবং হাসনাবাদ লাইনের পরিষেবাও বিঘ্নিত হয়েছে। এমনকি দমদম জংশন স্টেশন পর্যন্তও যেতে পারছে না ডাউন লাইনের ট্রেনগুলি। একইভাবে দুর্ভোগের মধ্যে কলকাতার মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে।