প্রীতি পোদ্দার, কলকাতা: মহালয়ার পরদিন ভোররাতে ভয়ংকর বিপত্তি তারাতলা (Taratala Flyover) উড়ালপুলে! পর্যাপ্ত আলোর অভাবে একটি পণ্যবাহী গাড়ি সজোরে হাইটবারে ধাক্কা মারে, আর তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লোহার বিমের একাংশ। গাড়ির ওপরের অংশ, উইন্ড শিল্ড ক্ষতিগ্রস্ত হলেও ওই পণ্যবাহী গাড়িতে আহত কেউ হননি। তৈরি হয়েছে মহা যানজট।
লোহার হাইটবার ভেঙে পড়ল রাস্তায়!
স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, মহালয়ার পরের দিন অর্থাৎ সোমবার ভোর ৫টা নাগাদ একটি পণ্যবাহী গাড়ি তারাতলা উড়ালপুলের ‘হাইট বার’-এ ধাক্কা মারে। আসলে হাইটবার ইন্ডিকেশন এবং পর্যাপ্ত আলোর অভাবে নতুন হাইটবারটি বুঝতে পারেনি পণ্যবাহীর গাড়ির চালক আর তাতেই ঘটে এই বিপত্তি। লোহার কাঠামোর একাংশ দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে রয়েছে রাস্তায়। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনের সকালেই যানজট শুরু হয়েছে ডায়মন্ড হারবার রোডে। আপাতত ভেঙে পড়া লোহার কাঠামো সরিয়ে হাইট বার মেরামতির কাজ শুরু হয়েছে। এইমুহুর্তে তারাতলা উড়়ালপুলের খিদিরপুরগামী রাস্তায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। উল্টো দিকের লেন দিয়েও ধীর গতিতে চলছে গাড়ি।
বাড়ছে যানজটের সমস্যা!
সম্প্রতি পণ্যবাহী গাড়ির উচ্চতা নিয়ন্ত্রণে রাখতে এবং উড়ালপুলে ভারী যান চলাচল বন্ধ রাখতে ওই ‘হাইট বার’ তৈরি করা হয়েছিল। কিন্তু সেখানেই নেই পর্যাপ্ত আলো। যার ফলে এই দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আনা হয়েছে ক্রেন। তবে পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হবে তা এখনও জানা যায়নি। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে যানজট উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে, ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাঁদের প্রশ্ন কেন ট্রাফিক পুলিশের নজরে বিষয়টা পড়ল না, কেনই বা সেখানে কোনও সিভিক ভলান্টিয়র ছিলেন না।
আরও পড়ুন: চারু মার্কেটের পর গার্ডেনরিচ! সকাল সকাল গুলি চলল কলকাতায়, মৃত এক
ক্ষুব্ধ স্থানীয়রা
কাজের প্রথম দিন এইভাবে হাইটবার ভেঙে পড়ায়, এক গাড়িচালক বলেন, “পুলিশ তো ভারী যান নিয়ন্ত্রণের জন্য হাইটবার বসিয়ে দিয়েছিল। কিন্তু এখন সেটা কেউ না মেনে চললে কী হবে!” আরেকজন বললেন, “আমার অবাক লাগে, এত ভারী লরি এখানে দিয়ে পুলিশের নজর এড়িয়ে উঠলই বা কীভাবে? ভোর রাতে কি কেউ ছিল না?” তবে এই নিয়ে ট্রাফিক পুলিশের তরফে কোন রকম প্রতিক্রিয়া মেলেনি। তবে পুলিশ আপাতত যান নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আশঙ্কা করা হচ্ছে গোটা পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে।